ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ উপ-প্রধানমন্ত্রী ভোরকোভিচ

ব্রেক্সিটে দুর্বল হয়ে গেছে ইউরোপ

প্রকাশিত: ০৪:০৩, ৪ সেপ্টেম্বর ২০১৬

ব্রেক্সিটে দুর্বল হয়ে গেছে ইউরোপ

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আর্কেদি ভোরকোভিচ বলেছেন, ইউরোপকে দুর্বল করেছে ব্রেক্সিট এবং এর ভবিষ্যত নিয়ে সৃষ্টি করেছে অনিশ্চয়তা। খবর বিবিসির। বিষয়টির ব্যাখ্যা করে বিবিসি নিউজ নাইট অনুষ্ঠানে তিনি বলেন, শক্তিশালী ইউরোপ রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের শক্তিশালী অংশীদার প্রয়োজন। আর ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত এ মুহূর্তে ইউরোপকে কিছুটা দুর্বল করেছে। রাশিয়ার অর্থনৈদিক নীতি দেখভালের দায়িত্বপ্রাপ্ত ভোরকোভিচ আরও বলেন, পুরো প্রক্রিয়াটি (ব্রেক্সিট) সৃষ্টি করেছে অনিশ্চয়তা। একটি যুক্তি পুরো ব্রেক্সিট নিয়ে গণভোটের প্রচারাভিযান চলাকালে বার বার উচ্চারিত হয়েছে। তা হলো- রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ব্রেক্সিটের মূলে ছিলেন এবং তিনি চেয়েছিলেন ইউরোপের ঐক্য ভেঙ্গে যাক। আর ব্রিটেনকে তিনি বিবেচনা করেছেন ইউক্রেন নীতিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কামনাকারী সবচেয়ে জোরালো কণ্ঠস্বর হিসেবে। এর জবাবে ভোরকোভিচ বলেছেন, এটা সত্য নয়। পুতিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি চেয়েছেন ব্রিটেন যেন ইইউর নেতৃস্থানীয় ভূমিকা থেকে অপসারিত হয়। আর পুতিনের বক্তব্যের প্রতিধ্বনি করে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার এমন সিদ্ধান্ত নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বড় ধরনের কোন মতপার্থক্য তৈরি করবে না। ভোরকোভিচ বলেন, তার দেশের বিরুদ্ধে এটি হচ্ছে অর্থনৈতিক প্লাটফর্ম। আর এটিকে তিনি অভিহিত করেছেন অফলপ্রসূ হিসেবে। তিনি বলেন, এটা সবপক্ষের জন্যই ক্ষতি বয়ে আনবে। ইতালির ভিলা দি’এস্তেতে ইউরোপিয়ান হাউস-এ্যাম্ব্রোসেটি ফোরাম অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। মধ্য সেপ্টেম্বরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি নিযে পুনঃপর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যেখানে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে সতর্কতার সঙ্গে এগোবে তারা। ইতালির ভূমিকম্প নিয়ে শার্লি এবদোর ব্যঙ্গচিত্র কার্টুনে ইতালির ভূমিকম্পে হতাহতদের পাস্তা ডিশ হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্সের বিদ্রƒপ ম্যাগাজিন শার্লি এবদো। ম্যাগাজিনটির চলতি সংখ্যায় ইতালির ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাত্রিসি শহরকে বিষয় করা হয়েছে। খবর বিবিসির। আমাত্রিসি অল’আমিত্রিসিয়ানা নামের এক ধরনের পাস্তা ডিশের জন্য বিখ্যাত। ডিশটি টমেটোর সস ও গুয়ানসিয়ালে হ্যামসহযোগে পরিবেশন করা হয়। এবদোর ব্যঙ্গচিত্রে দেখা যায়, ভূমিকম্পে আহত এক পুরুষ ও এক নারী একটি ভবনের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আছেন এবং প্যানকেকের মতো করে ধসেপড়া ওই ভবনের তলাগুলোর মাঝে চাপা পড়া নিহত মানুষের পাগুলো বের হয়ে আছে। দাঁড়িয়ে থাকা আহত দুজন মানুষের প্রত্যেককে এক একটি পাস্তা ডিশের নামে নামকরণ করা হয়েছে। ব্যান্ডেজ বাঁধা পুরুষটির মাথার ওপর লেখা পেন্নে টমেটো সস, আর নারীর মাথার ওপর লেখা পেন্নে গ্রাতিন এবং যেসব মৃতদেহের পা ধ্বংসস্তূপের বাইরে বের হয়ে আছে সেগুলোকে ওপর একটি শিরোনামে লেখা রয়েছে, ‘ভূমিকম্পের ইতালীয় ধরন’।
×