ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন পশ্চিমা দেশে দশ হাজার পাকিস্তানীর আশ্রয়ের আবেদন

প্রকাশিত: ০৪:০৩, ৪ সেপ্টেম্বর ২০১৬

তিন পশ্চিমা দেশে দশ হাজার পাকিস্তানীর আশ্রয়ের আবেদন

বিপুল সংখ্যক পাকিস্তানী তিনটি পশ্চিমা দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। আর গত বছর এই সংখ্যা আগের চাইতেও অনেক বৃদ্ধি পেয়েছে। জার্মানি, ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র প্রকাশিত তথ্যে জানা গেছে। ১০ হাজারেরও বেশি পাকিস্তানী ঐ সব দেশে আশ্রয়ের জন্য আবেদন করে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। তিন দেশের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে জার্মানিতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৯১৮৫ পাকিস্তানী আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এর মধ্যে পুনঃআবেদন করেছেন ১৫৬ জন। আর আশ্রয় প্রার্থীর আবেদনের মধ্যে এটি হচ্ছে অষ্টম বড় গ্রুপ। একই সময় ২০১৫ সালে আশ্রয়ের আবেদন করেছিল ২৫৪৬ পাকিস্তানী। সে হিসাবে এটা প্রায় তিনগুণ। ২০১৫’র জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত জার্মানিতে এসেছে প্রায় পাঁচ লাখের মতো অভিবাসী। আর সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসীদের ফেরত পাঠানোর সংখ্যা বেড়েছে জার্মানিতে। জার্মান সরকারের ফাঁস হয়ে যাওয়া পৃথক একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, বৈধ কাগজ না থাকায় ২০১৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বার্লিন প্রায় ১৩ হাজার মানুষকে তাদের সীমান্ত থেকে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ৫২৯ পাকিস্তানী রয়েছে। যুক্তরাজ্যে ২০১৫’র জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত আশ্রয়ের জন্য আবেদন করেছে ২৯৯২ পাকিস্তানী। এর মধ্যে ১৬ ভাগ আবেদন অনুমোদিত হয়েছে। চলতি সপ্তাহে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৪ থেকে ২০১৫ সালে আবেদন করে ২৩১৩ পাকিস্তানী। সে হিসাবে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ বছর ইউরোপে ২৮৩০৭৮ অভিবাসী এসেছে। এর মধ্যে পাকিস্তানী রয়েছে তিন ভাগ। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রেও পাকিস্তানী শরণার্থী আসার সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ব্যুরো অব পপুলেশন জানায়, ২০১৬ সালে এখনও পর্যন্ত আশ্রয়ের জন্য আবেদন করেছে ৩৭৬ পাকিস্তানী। ২০১৫ সালের তুলনায় (২০৫ জন) এই সংখ্যা বেশি।
×