ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের প্রতি প্রবাসী বিচ্ছিন্নতাবাদী নেতার আহ্বান

বালুচদের রাজনৈতিক আশ্রয় দিন

প্রকাশিত: ০৪:০২, ৪ সেপ্টেম্বর ২০১৬

বালুচদের রাজনৈতিক আশ্রয় দিন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী নেতা ব্রাহামদাগ বুগতি বালুচ জনগণকে রাজনৈতিক আশ্রয় দেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। নবভারত টাইমসের সঙ্গে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, ভারতে আমাদের রাজনৈতিক আশ্রয় প্রয়োজন। খবর টাইমস অব ইন্ডিয়ার। বুগতি বালুচ সম্প্রদায়ের জন্য দ্বার উন্মুক্ত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। জাতিগত সংখ্যালঘু বালুচ সম্প্রদায় পাকিস্তান সরকারের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। বেলুচিস্তান ইস্যুতে ভারতের সোচ্চার ভূমিকার প্রেক্ষিতে বুগতি তার সম্প্রদায়ের পক্ষে সর্বাত্মক লড়াইয়ের সিদ্ধান্ত নেন। তিনি বালুচ সম্প্রদায়ের দুর্দশার ব্যাপারে বৈশ্বিক মনোযোগ আকর্ষণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন। বুগতি প্রশ্ন করেন, ‘মোদিজী আপনাকে ধন্যবাদ’- এ কথা বলা কি অপরাধ? উল্লেখ্য, পাকিস্তান বালুচদের ওপর দমন নীতি অব্যাহত রাখায় মোদি বালুচ জনগণের বিরুদ্ধে নৃশংসতার জন্য ইসলামাবাদের কঠোর সমালোচনা করেন। পাকিস্তান সরকার বুগতির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড ওয়ারেন্ট জারির প্রক্রিয়া চালাচ্ছে। বুগতি বর্তমানে সুইজারল্যান্ডে বসবাস করছেন। বুগতি বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আকবর বুগতির নাতি। আকবর বুগতি ২০০৬ সালে কোহলু এলাকায় পাকিস্তান সামরিক বাহিনীর বিতর্কিত এক সামরিক অভিযানে নিহত হন। গিলগিট-বেলুচিস্তানে পাকিস্তানের নৃশংসতার কঠোর সমালোচনা করে বুগতি বলেন, মোদি তাদের স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তান প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তান শঙ্কিত হয়ে পড়েছে এবং চুপসে গেছে। বুগতি বলেন, মোদির ভাষণে বালুচদের ওপর চালানো নৃশংসতা সম্পর্কে বিবৃতি আসার পর আমরা একটি আশার আলো দেখতে পাচ্ছি। নিজ তথ্যের উৎস নির্দেশ করে বুগতি নবভারত টাইমসকে বলেন, পাকিস্তান সরকার বালুচ জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। আমাদের সন্তানরা মারা যাচ্ছে। সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে ভারত সরকারের উচিত আমাদের রাজনৈতিক আশ্রয় দেয়া। তিনি পাকিস্তানের ওপর ভারতকে শক্তি প্রয়োগের জন্য আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, যদি এটি করা হয় তাহলে বালুচ জনগণ পাকিস্তানের নৃশংস শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে। তিনি বলেন, বেলুচিস্তান সমস্যায় ভারতের অবস্থান ও আন্তর্জাতিক সমর্থনের জন্য পাকিস্তান আমাদের ওপর হত্যাযজ্ঞের মাত্রা বাড়িয়ে দিতে পারে। নিজের জীবন নিয়ে শঙ্কিত কিনা- এমন প্রশ্নে বুগতি বলেন, তিনি তার জনগণের স্বাধীনতার পক্ষে লড়াই চালাচ্ছেন। এজন্য তিনি আশঙ্কা করছেন তার কথা হয়ত তার সম্প্রদায়ের কানে পৌঁছবে না। দু’সপ্তাহ আগে বেলুচিস্তান নিয়ে একটি কৌশলগত পরিবর্তন দেখা গেছে। তা হলো পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে তাদের জনগণের ওপর যে ধরনের নিপীড়ন চালাচ্ছে তা নিয়ে মোদি কথা বললেন। তিনি কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন। এর পরই পাকিস্তানী বালুচ জনগণ বিশ্বব্যাপী বিক্ষোভ প্রদর্শন করছে। তারা বেলুচিস্তান প্রদেশ ও দখলকৃত কাশ্মীরে পাকিস্তানের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে। গত সপ্তাহে পাকিস্তানও কাশ্মীর বিষয় নিয়ে আন্তর্জাতিক কর্মসূচী শুরু করেছে। দেশটি সবচেয়ে বেশি অস্বস্তিকর অবস্থায় পড়ে যখন জার্মানিতে বালুচ কর্মীরা বিশাল বিক্ষোভ করে। শনিবার তারা পাকিস্তানবিরোধী বিক্ষোভ করে ও মোদির পক্ষে অবস্থান নেয়।
×