ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি

ফিলিপিন্সে বোমা হামলায় নিহত ১৪ ॥ প্রেসিডেন্টের বিদেশ সফর বাতিল

প্রকাশিত: ০৪:০২, ৪ সেপ্টেম্বর ২০১৬

ফিলিপিন্সে বোমা হামলায় নিহত ১৪ ॥ প্রেসিডেন্টের বিদেশ সফর বাতিল

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের নিজ শহর দাভাওতে এক বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে শহরের মার্কো হোটেলের সামনে এ বোমা হামলা চালানো হয়। খবর বিবিসি ও এএফপির। বোমা হামলার সময় প্রেসিডেন্ট দুতের্তে দাভাওতেই ছিলেন। তবে ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না। সাপ্তাহিক ছুটিগুলোতে তিনি সাধারণত দাভাওতেই থাকেন। প্রায়ই মার্কো পোলো হোটেলে যান এবং বিভিন্ন বৈঠক ও লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাত করেন। প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও এ হোটেলে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। বোমা হামলার জেরে শনিবার ফিলিপিন্সজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছেন তিনি, যাকে ফিলিপিন্সের আইনে বলা হয় ‘আইন শূন্য পরিস্থিতি’ (স্টেট অব ললেসনেস)। এ সতর্কতা জারি থাকার অর্থ হলো, বেআইনী সহিংসতা দমনে প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে সেনাবাহিনী নামাতে পারবেন। এটি জরুরী অবস্থা বা সামরিক আইন নয় বলে ফিলিপিন্স সরকারের ভাষ্য। দুই দশকেরও বেশি সময় ধরে এক সময়ের অপরাধপ্রবণ শহর দাভাওয়ের মেয়র ছিলেন দুতের্তে। এ শহরের অপরাধ দমনে পাওয়া সাফল্যের কারণেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি। ফিলিপিন্সের ‘অসাধারণ সময়ে’ এ বোমা হামলা চালানো হয়েছে মন্তব্য করে প্রেসিডেন্ট জানান, অপরাধ, মাদক ও বিদ্রোহ দমনে পুলিশ ও সামরিক বাহিনী তাদের উদ্যোগ দ্বিগুণ করবে। ‘সহিংসতার কারণে দেশজুড়ে স্টেট অব ললেসনেস ঘোষণা করতে বাধ্য হচ্ছি আমি, তবে এটি সামরিক আইন নয়। জনগণ ও জাতির বিরুদ্ধে হুমকি হয়ে না ওঠা পর্যন্ত এটি সামরিক আইন নয়, এ দেশকে রক্ষা করা আমার দায়িত্ব।’ দুতের্তে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তার মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। হামলায় আরও ৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি প্রেসিডেন্ট দুতের্তেকে হত্যার একটি ছক কষার গুজব ছড়িয়েছে। তবে এতে কান দেননি তিনি।
×