ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক ব্যবসায়ীদের ভূ-গর্ভস্থ বিশাল নেটওয়ার্ক নোগালেসে

মেক্সিকো সীমান্তে দেয়াল দেবেন ট্রাম্প, টানেল খুঁড়বে পাচারকারীরা

প্রকাশিত: ০৪:০১, ৪ সেপ্টেম্বর ২০১৬

মেক্সিকো সীমান্তে দেয়াল দেবেন ট্রাম্প, টানেল খুঁড়বে পাচারকারীরা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যখন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন, তখন সীমান্ত দিয়ে টানেল খুঁড়ছে মাদক পাচারকারীরা। আর এমনই বহু টানেল রয়েছে যুক্তরাষ্ট্রের আরিজোনার সীমান্ত শহর নোগালেসে। যা মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের ভূ-গর্ভস্থ বিশাল নেটওয়ার্কের একটি অংশ। তারা এইসব টানেল ব্যবহার করে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে। মে মাসে এমন একটি টানেলের মার্কিন সীমান্তের মুখ বন্ধ করে দিয়েছে বর্ডার পেট্রোল সদস্যরা। মার্কিন নোগালেস শহরকে দীর্ঘ স্টিলের বেড়া দিয়ে আলাদা করা হয়েছে মেক্সিকোর সীমান্ত শহর নোগালেস থেকে। মার্কিন বর্ডার পেট্রোল সদস্যরা যখনই এই টানেল খুঁজে পায় তখনই কংক্রিট দিয়ে সেটি বন্ধ করে দেয় এবং বন্ধের তারিখও লিখে রাখে। মেক্সিকো কর্তৃপক্ষের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বর্ডার পেট্রোল শুক্রবার একটি অসমাপ্ত টানেল খুঁজে পায়, যেটি শুরু হয়েছে মেক্সিকোর একটি কবরস্থান থেকে। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কর্মসূচী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। তবে সীমান্তে যে ৩০ ফুটের বেশি উঁচু বেড়া রয়েছে তা মাদক পাচারকারীদের কাজে সামান্যতম বাধাও হতে পারেনি। বরং এটি তাদের ভূ-গর্ভস্থ নেটওয়ার্ক বিস্তারে সহায়তা করেছে। বর্ডার পেট্রোল সদস্যরা টানেল খননের শব্দ পান না এবং জানেন না ওই শহরে কত টানেল রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রশাসনের হোয়াইট হাউস ড্রাগ পলিসি ডিরেক্টর জেনারেল ব্যারি আর ম্যাকফ্রেই বলেছেন, বর্ডার পেট্রোল দারুণ কাজ করছে। তবে এটি বলা যাবে না যে, সীমান্ত ও সীমান্ত কমিউনিটিগুলো নিরাপদ। যখন সীমান্ত রক্ষী সংস্থার আন্তসীমান্ত টানেল শনাক্তের উচ্চমাত্রার সক্ষমতার ঘাটতি রয়েছে। আরিজোনায় বুধবার ট্রাম্প তার অভিবাসন বিষয়ক ভাষণে বলেছেন, তার সীমান্ত নিরাপত্তা বিষয়ক পরিকল্পনায় সেরা প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে মাদক পাচারকারী ও টানেল খুঁজে বের করতে সীমান্তের মাটির নিচে ও উপরে সেন্সর বসানো থাকবে। তবে এখন পর্যন্ত এমন কোন প্রযুক্তি পাওয়া যায়নি যা টানেল শনাক্ত করতে পারে এবং বিশেষজ্ঞরা বলেছেন, এমন ধরনের প্রযুক্তি উদ্ভাবনে কয়েক বছর লেগে যেতে পারে। ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×