ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলারির ই-মেইল বিতর্ক ॥ প্রাইভেট সার্ভার ব্যবহারের তদন্ত বিষয়ক দলিল প্রকাশ

এবার ইন্ধন এফবিআই নথি

প্রকাশিত: ০৪:০১, ৪ সেপ্টেম্বর ২০১৬

এবার ইন্ধন এফবিআই নথি

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল তদন্ত ব্যুরো (এফবিআই) পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের একটি প্রাইভেট ই-মেইল সার্ভার ব্যবহারের বিষয়ে ব্যুরোর তদন্ত সম্পর্কিত দলিলপত্র অনেক কাটছাঁট করে প্রকাশ করেছে। এতে এ সার্ভার নিয়ে সৃষ্ট বিতর্কে নতুন করে ইন্ধন যোগানো হলো। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারির রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প হিলারির ওই পদে আসীন হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে তদন্তের ঐসব দলিল কাজে লাগাচ্ছেন। খবর এএফপি ও বিবিসির। ৫৮ পৃষ্ঠরা নোটগুলোতে দেখা যায় যে, হিলারির ই-মেইল সিস্টেমের গোপনীয়তা ভঙ্গ হয়েছিল বলে এফবিআই কোন প্রমাণ পায়নি। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়েও দেয়া যায় না বলে এফবিআই সিদ্ধান্তে পৌঁছে। কারণ তার কোন কোন মোবাইল ডিভাইস খুঁজে পাওয়া যায়নি। ৫৮ পৃষ্ঠার মধ্যে ১৪টি পুরোপুরি জনসাধারণের দৃষ্টির বাইরে রাখা হয়। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ১৩টি মোবাইল ব্যবহার করেন। এদের কোন কোনটি ধ্বংস করে ফেলা হয়, আর অন্যগুলোর খোঁজ মেলেনি। নোটগুলোতে বলা হয়, এফবিআই অবশ্যই দেখতে পায় যে, বৈরী বিদেশীরা হিলারি যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এমন লোকজনের ব্যক্তিগত ই-মেইল এ্যাকাউন্টগুলোতে এ্যাকসেস পেতে সফল হয়েছিল এবং তা করতে গিয়ে হিলারির ব্যক্তিগত এ্যাকাউন্টে পাঠানো বা গৃহীত ই-মেইলগুলো সংগ্রহ করেছিল। হিলারি কোন প্রাইভেট সার্ভার ব্যবহার করে আইন ভঙ্গ করেছিলেন কিনা তা নিয়ে এফবিআইয়ের এক বছরের তদন্ত জুলাইতে শেষ হয়। এফবিআই ডিরেক্টর জেমস কোমি হিলারির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেননি। কারণ, হিলারি তার জ্ঞাতসারে সার্ভারের মাধ্যমে গোপনীয় তথ্যযুক্ত অনিরাপদ ই-মেইল পাঠিয়েছিলেন বলে কোন প্রমাণ নেই। কিন্তু কোমি বলেন, হিলারি গোপনীয় তথ্য রক্ষা করার আধুনিক জ্ঞান প্রদর্শন করেননি এবং তিনি ও তার স্টাফ সংবেদনশীল তথ্য নিয়ে চরম অসতর্কতার পরিচয় দেন। সদ্য প্রকাশিতা দলিলপত্রে উভয় বক্তব্যকে জোরদার করার মতো অসংখ্য তথ্য রয়েছে। হিলারির প্রচার শিবির রিপোর্টটি প্রকাশিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছে। শিবির এক বিবৃতিতে বলেছে, যদিও তার কোন একক ই-মেইল এ্যাকাউন্ট ব্যবহার স্পষ্টতই এক ভুল ছিল এবং তিনি সে জন্য দায়িত্ব গ্রহণ করেছেন, তবু বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়ার কোন ভিত্তি নেই বলে বিচার দফতর মনে করে। এসব তথ্য তা স্পষ্ট করে দেয়। কিন্তু ট্রাম্পের প্রচার শিবির হিলারিকে আক্রমণ করে অভিযোগ করে যে, এসব নোট তার অতি নিকৃষ্ট বিচারশক্তি ও অসততাকেই আরও স্পষ্ট করে তোলে। ট্রাম্পের মুখপাত্র জ্যাসন মিলার এক বিবৃতিতে বলেন, হিলারির গোপন ই-মেইল সার্ভার সরকারের স্বচ্ছতা সম্পর্কিত আইনের এমন এক বিচ্যুতি যার ফলে শেষ পর্যন্ত আমাদের জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল কূটনৈতিক প্রচেষ্টা বিপন্ন হয়। ট্রাম্প বলেন, এফবিআইয়ের প্রশ্নের প্রতি হিলারির উত্তর বিশ্বাসের অযোগ্য। এক বিবৃতিতে বলেন, এফবিআইয়ের প্রতি হিলারির জবাব তিনি আমেরিকান জনগণকে যা বলেছিলেন তার সরাসরি বিপরীত বলে দেখতে পেয়ে আমি বিস্মিত। এ দলিল দেখার পর আমি তিনি কিভাবে বিচারের জন্য অভিযুক্ত হওয়ার হাত থেকে রেহাই পেলেন আসলেই তা বুঝতে পারছি না। হিলারি এফবিআইকে বলেন, তিনি গোপনীয় তথ্য নিয়ে নাড়াচাড়া করার বিষয়ে কোন সুনির্দিষ্ট নির্দেশ পাওয়ার কথাও মনে করতে পারছেন না।
×