ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হংকংয়ে অবৈধভাবে অনুপ্রবেশ না করার অনুরোধ

প্রকাশিত: ০৮:১৬, ৩ সেপ্টেম্বর ২০১৬

হংকংয়ে অবৈধভাবে অনুপ্রবেশ না করার অনুরোধ

কূটনৈতিক রিপোর্টার ॥ হংকংয়ে অবৈধভাবে অন্প্রুবেশ না করতে বাংলাদেশী নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে দেশটির অভিবাসন দফতর। হয়রানি এড়াতে এক্ষেত্রে কোন সিন্ডিকেটের মাধ্যমে প্রলুব্ধ না হতেও অনুরোধ করা হয়েছে। দেশটির অভিবাসন দফতরের সহকারী পরিচালক রোনাল্ড এন ডব্লিউ ফাং শুক্রবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, অভিবাসনের ক্ষেত্রে কোন প্রতিনিধিকে (এজেন্ট) বিশ্বাস করবেন না। কারণ, হংকং সরকার কোন রাজনৈতিক আশ্রয় দেয় না, কাউকে শরণার্থী হিসেবেও গ্রহণ করে না। তিনি জানান, হংকংয়ের অভিবাসন দফতর ও পুলিশ ২০১৫ সালে ৪১৪ জন অবৈধ অভিবাসী বাংলাদেশীকে আটক করে, যা ২০১৪ সালের তুলনায় ২১ শতাংশ বেশি। তিনি বলেন, পর্যটকদের হংকংয়ে চাকরি করার অনুমতি নেই। সেটা বৈতনিক কিংবা অবৈতনিক যাই হোক না কেন অভিবাসন দফতরের অনুমতি ছাড়া চাকুরি করতে পারবে না কেউ। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিচার হবে এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫০ হাজার ডলার জরিমানা এবং একই সঙ্গে দুই বছর জেল হবে। যারা হংকংয়ে অনুপ্রবেশ করবে তাদের বৈধ বসবাসের অনুমতিও দেয়া হবে না বলে ফাং জানান।
×