ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও হারল পাকিস্তান

প্রকাশিত: ০৬:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৬

আবারও হারল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে পাকিস্তান কিছুতেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটের হারে পাঁচ ওয়ানডের সিরিজে ৪-০তে পিছিয়ে পড়েছে আজহার আলির দল। তৃতীয় ম্যাচে রানের পাহাড়ে চাপা পড়া আজহাররা এদিন হেরেছে লড়াইয়ের পুঁজি গড়তে না পেরেই। বৃহস্পতিবার লিডসে সফরকারীরা টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৭ রান করে। জবাবে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম জয়। গত ৪২ বছরে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি পাকিরাÑ টানা তিন হারে এবার সেটি আরও দীর্ঘ হয়েছে! বরং তারা এখন ‘হোয়াইটওয়াশের’ লজ্জার সামনে দাঁড়িয়ে। রবিবার কার্ডিফে পঞ্চম ও শেষ ওয়ানডে। ইংলিশদের শুরুটাও ভাল হয়নি। ৭২ রানের মধ্যে ফিরে যান জেসন রয়, এ্যালেক্স হেলস, জো রুট ও অধিনায়ক ইয়ন মরগান। বেন স্টোকস ও মইন আলির সঙ্গে দুটি জুটিতে দলকে কক্ষপথে রাখেন সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা জনি বেয়ারস্টো। তার সঙ্গে ১০৩ রানের জুটি উপহার দেয়া অলরাউন্ডার স্টোকস ৭০ বলে করেন ৬৯ রান ৬টি চার ও দুটি ছক্কায়। মইন আলির সঙ্গে ৫০ রানের জুটি গড়ে ফেরেন বেয়ারস্টো। ৮৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৬১ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেয়া মঈন অপরাজিত থাকেন ৪৫ রানে। এর আগে পাকিস্তানের ব্যাটিংয়ে আজহার আলি ও ইমাদ ওয়াসিম ছাড়া আর কেউ ভাল করতে পারেননি। ফলে বড় পুঁজি পায়নি তারা। অতিথিদের হয়ে প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই দুই অঙ্কে পৌঁছার পর আউট হন। এদের মধ্যে অর্ধশতক ছুঁতে পেরেছেন কেবল আজহার ও অলরাউন্ডার ইমাদ। বাকিরা সুযোগ কাজে লাগাতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ২৪ ওপেনার সামি আসলামের। সর্বোচ্চ ৮০ রান করেন আজহার। তার ১০৪ বলের ইনিংসটি গড়া ৫টি চার ও দুটি ছক্কায়। অষ্টম উইকেটে সর্বোচ্চ ৫৬ রানের জুটি গড়ে পাকিস্তান। যেখানে হাসান আলির অবদান ৯ রান। ৪১ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন ওয়াসিম। ৪৭ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার লেগ স্পিনার আদিল রশিদ। স্কোর ॥ পাকিস্তান ২৪৭/৮ (৫০ ওভার; সামি আসলাম ২৪, আজহার ৮০, ইমাদ ৫৭*; জর্ডান ২/৪২, রশিদ ৩/৪৭, মঈন ২/৩৯) ইংল্যান্ড ২৫২/৬ (৪৮ ওভার; রুট ৩০, স্টোকস ৬৯, বেয়ারস্টো ৬১, মঈন ৪৫*; ইরফান ২/২৬) ফল ॥ ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ বেয়ারস্টো (ইংল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজে ইংল্যান্ড ৪-০তে এগিয়ে
×