ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেনে জয়ের ধারায় মারে

প্রকাশিত: ০৬:৩১, ৩ সেপ্টেম্বর ২০১৬

ইউএস ওপেনে জয়ের ধারায় মারে

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন এ্যান্ডি মারে, কেই নিশিকোরি, ডেভিড ফেরার এবং স্টানিসøাস ওয়ারিঙ্কার মতো তারকারা। দুর্দান্ত ফর্মে থাকা এ্যান্ডি মারে বৃহস্পতিবার ৬-৪, ৬-১ এবং ৬-৪ সেটে পরাজিত করেন স্পেনের মার্সেল গ্র্যানোলার্সকে। সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে স্বর্ণপদক ধরে রাখার নতুন ইতিহাস গড়েছেন ব্রিটিশ এই টেনিস তারকা। এবার ইউএস ওপেনেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে দারুণ রোমাঞ্চিত মারে। এছাড়া জাপানের কেই নিশিকোরি রাশিয়ার কারেন খাচানোভকে, ডেভিড ফেরার ইতালির ফ্যাবিও ফোগনিনিকে এবং স্টানিসøাস ওয়ারিঙ্কা ফোগনিনিরই স্বদেশী আলেসান্দ্রো জিয়ান্নেসিকে পরাজিত করে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। এদিকে দারুণ জয়ে প্রত্যাশিতভাবেই ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার আন্দ্রেস সেপ্পিকে সরাসরি সেটে হারিয়ে পরের রাউন্ডের টিকেট নিশ্চিত করেন তিনি। কিন্তু এই ম্যাচ খেলেই নিজেকে ইতিহাসের পাতায় নিয়ে গেলেন রাফায়েল নাদাল। প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ছাদের নিচে ম্যাচ জয়ের স্বাদ পেলেন স্প্যানিশ এই টেনিস তারকা। আর্থার এ্যাশ স্টেডিয়ামে এদিন ইতালির আন্দ্রেস সেপ্পির মুখোমুখি হন নাদাল। প্রথম সেটে প্রতিপক্ষকে ৬-০ সেটে উড়িয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। কিন্তু দ্বিতীয় সেটেই বৃষ্টির বাগড়া। দ্বিতীয় সেট যখন ৩-৩ ব্যবধানে সমতায়। ঠিক তখনই বৃষ্টি আঘাত হানলে আর্থার এ্যাশ স্টেডিয়ামের ছাদ বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আর ইউএস ওপেনের ইতিহাসে ছাদের নীচে খেলা এটাই প্রথম ম্যাচ। যা শেষ পর্যন্ত নাদাল ৬-০, ৭-৬ এবং ৬-১ সেটে জিতে নেন। সেই সঙ্গে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ছাদের নিচে ম্যাচ জয়ের স্বাদ পেলেন এই স্প্যানিয়ার্ড। এমন ইতিহাসের প্রথম খেলোয়াড় হতে পেরে নাদাল নিজেও দারুণ রোমাঞ্চিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখানে বন্ধ ছাদের নিচে খেলতে পারাটা সত্যিই অসাধারণ। আমি খুবই আনন্দিত। আসলে পার্থক্যটা যে খুব বেশি তা না। কারণ ছাদটা অনেক উঁচু। তাই আপনি বুঝতেই পারবেন না যে ছাদের নিচে খেলছেন। এটা আমার অনুভূতি। আমার কাছে খুব বেশি পার্থক্য মনে হয়নি।’ জানিয়ে রাখা ভাল যে, মৌসুমের শেষ এই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে ফেবারিটদের একজন নাদাল। তৃতীয় রাউন্ডে এখন তার প্রতিপক্ষ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪৭ নাম্বারে থাকা আন্দ্রে কুজনেতসোভা।
×