ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীর্ষে আর্জেন্টিনা, জয়ে ফিরল ব্রাজিল

প্রকাশিত: ০৬:৩০, ৩ সেপ্টেম্বর ২০১৬

শীর্ষে আর্জেন্টিনা, জয়ে ফিরল ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক নাটকীয়তার পর অবশেষে অবসর ভেঙ্গে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ময়দানী লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ফিরেই গোল করে দলকে জিতিয়েছেন। আর আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছেন বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচটির আগে শীর্ষে থাকা উরুগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সব শঙ্কা কাটিয়ে ম্যাচটি খেলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর সেটিই দলটির জন্য চালিকাশক্তি হিসেবে কাজ করে। আর্জেন্টিনার মেনডোজায় অনুষ্ঠিত ম্যাচে ৪৩ মিনিটে মেসির করা গোলে উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। টানা দুই ম্যাচে ড্র করার হতাশা ভুলে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিলও। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩৩ বছর পর ইকুয়েডরের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে। নেইমারের পেনাল্টি থেকে লক্ষ্যভেদ ও সময়ের অন্যতম সেরা উঠতি তারকা গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ভর করে সেলেসাওরা ৩-০ গোলে হারায় স্বাগতিক ইকুয়েডরকে। কোপা আমেরিকার সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। অপর দুই ম্যাচে বলিভিয়া ২-০ গোলে পেরুকে ও কলম্বিয়া একই ব্যবধানে পরাজিত করে ভেনিজুয়েলাকে। সাতটি করে ম্যাচ শেষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে এখন আর্জেন্টিনা। চার জয়, দুই ড্র ও এক হারে তাদের ভা-ারে জমা ১৪ পয়েন্ট। সমান ১৩ পয়েন্ট করে আছে তিন দলের। তবে গোলগড়ে এগিয়ে থেকে দুইয়ে উরুগুয়ে, তিনে কলম্বিয়া ও চারে ইকুয়েডর। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে পিছিয়ে ষষ্ঠ স্থানে প্যারাগুয়ে। ১০ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান সাত নম্বরে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন মেসি। এ সময়ের অন্যতম সেরা ফুটবলারকে আর আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে কি না, তা নিয়ে জেগেছিল সংশয়। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দারুণভাবেই ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক। অবসর ভেঙ্গে ফিরে এসেছেন দাপুটে ভঙ্গিতে। প্রত্যাবর্তনের ম্যাচে অবশ্য বেশ বিপাকেই পড়তে হয়েছিল মেসিকে। ইনজুরির কারণে আগে থেকেই দলে ছিলেন না আক্রমণভাগের দুই তারকা সার্জিও এ্যাগুয়েরো ও জ্যাভিয়ের পাস্টেরো। প্রথমার্ধের শেষ মুহূর্তে লালকার্ড দেখে মাঠ ছাড়েন তরুণ ফরোয়ার্ড পাবলো ডিবালা। দ্বিতীয়ার্ধের পুরোটাই আর্জেন্টিনাকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। তবে শেষ পর্যন্ত কোনকিছুই বাধা হয়ে দাঁড়ায়নি মেসিদের জন্য। ৪৩ মিনিটে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোল করেন পাঁচবারের ফিফা সেরা তারকা। দ্বিতীয়ার্ধের পুরো সময় ১০ জনের আর্জেন্টিনার বিরুদ্ধেও কোন গোল করতে পারেনি উরুগুয়ে। ফলে মেসির ফেরাটা রঙিনই হয়েছে। শুরু থেকে অনুজ্জ্বল আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার এ্যাঞ্জেল ডি মারিয়া দ্বিতীয়ার্ধের শুরুতে হলুদ কার্ড দেখেন। পরে ৮৫ মিনিটে তাকে তুলে নেন কোচ। পরিসংখ্যান আর কাগজের হিসাবে ম্যাচের আগে ইকুয়েডরই ছিল ফেবারিট! নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ৩০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরেছে তারা। আর ব্রাজিলও বহুদিন ধরে হারাতে পারেনি স্বাগতিক ইকুয়েডরকে। কিন্তু ওই পরিসংখ্যান আর হিসাব এবার গুঁড়িয়ে দিয়েছে সেলেসাওরা। দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করে ইকুয়েডরকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। অবশ্য জয়টা সহজে আসেনি। প্রথমার্ধে কোন গোল পায়নি অতিথিরা। বিরতির পর ৭২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন বার্সিলোনা তারকা নেইমার। এরপর শেষ পাঁচ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস জাদু দেখিয়ে করেন আরও দুই গোল। অর্থাৎ ম্যাচের নায়ক হয়ে যান আগামীর এই তারকা। ৮৭ মিনিটে মার্সেলোর করা ব্যাকপাসে অদ্ভুত এক ফ্লিক করে বল পাঠান জালে। এরপর যোগ করা সময়ে (৯২ মিনিট) বক্সের মাথা থেকে দারুণ এক শটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন ম্যানচেস্টার সিটিতে নাম লেখান এই ফরোয়ার্ড। কুইতোর মাঠে অভিষেকে জোড়া গোল, এমন শুরু খোদ পেলেও হয়তো স্বপ্ন দেখতেন! পেলে-রোনাল্ডোর দেশ ব্রাজিল যে গত কিছুদিন ধরে ‘পারফেক্ট নাম্বার নাইন’ খুঁজছিল। জেসুস তারও উত্তর মিলিয়ে দিলেন। অলিম্পিকেও আলো কেড়েছিলেন তিনি। ব্রাজিলের কোচ হিসেবে টিটের অভিষেকটাও হল দুর্দান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, কুকা, মার্সেলো ও অসভাল্ডো (টিটের সহকারী) জেসুসকে নিয়ে বেশি কাজ করেছে। আমি ওদের সঙ্গে কথা বলেছি, সেটা আমাকে অনেক সাহায্য করেছে।
×