ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডাইনোসরের পাসপোর্ট

প্রকাশিত: ০৫:৫০, ৩ সেপ্টেম্বর ২০১৬

ডাইনোসরের পাসপোর্ট

প্রাগৈতিহাসিক যুগে পৃথিবী দাপিয়ে বেড়াত বিশালাকার ভয়ঙ্কর হিংস্র মাংসাশী ডাইনোসর টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স। আকাশে শুধু উড়ে বেড়াত টেরোডাকটিল নামে পাখিসদৃশ কিছু প্রাণী। তখন আকাশে ওড়ার ইচ্ছা পূরণ না হলেও একবিংশ শতাব্দীতে এসে ঠিকই সে অধিকার পেয়ে গেল টি-রেক্স। বিদেশ ভ্রমণের জন্য নেদারল্যান্ডস সরকারের কাছ থেকে সে বাগিয়ে নিয়েছে পাসপোর্ট। অবশ্য ১৩ মিটার লম্বা ৬ হাজার কেজি ওজনের টি-রেক্সটিকে নিয়ে ভয়ের কিছু নেই। কারণ প্রায় সাড়ে ছয় কোটি বছরের পুরনো এটির ফসিলের জন্যই পাসপোর্ট ইস্যু করা হয়েছে। এটি দিয়েই ফসিলটিকে এখন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে পাঠানো হচ্ছে নেদারল্যান্ডসে। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের মন্টানায় পাওয়া যায় এই ফসিল। বিশেষজ্ঞদের মতে, এখন পর্যন্ত ডাইনোসরের যত ফসিল উদ্ধার হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভাল অবস্থায় আছে। তাই নেদারল্যান্ডসের লেইডেন শহরে নেয়া হচ্ছে এটিকে প্রদর্শনীর জন্য। তাই বলে তো শুধু খুলির ছবি পাসপোর্টে দেয়া যায় না। সে জন্য সত্যিকারের টি-রেক্সের মুখই পাসপোর্টের ওপরে বসানো হয়েছে। স্বাক্ষরের জায়গায় রয়েছে আঁচড়ের দাগ। গত ২৩ আগস্ট এ পাসপোর্ট ইস্যু করা হয়, যার রয়েছে ১০ বছরের বৈধতা। বলা তো যায় না, আবার যদি বিদেশযাত্রার প্রয়োজন হয়।-ডেইলি মেইল অবলম্বনে।
×