ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সফল হলো না চিকিৎসা! চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন সব্যসাচী লেখক সৈয়দ হক

প্রকাশিত: ০৫:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

সফল হলো না চিকিৎসা!  চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন সব্যসাচী লেখক সৈয়দ হক

স্টাফ রিপোর্টার ॥ দেশে ফিরেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বৃহস্পতিবার রাতে তিনি লন্ডন থেকে ফিরে আসেন দেশের মাটিতে। তবে তাঁর ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা সফল না হওয়ায় পুরোপুরি আরোগ্য লাভ করেননি তিনি। চার মাসেরও বেশি সময় লন্ডনে থেকে অসফল চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে ঢাকা ফেরেন তিনি। লেখকের শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমানে গুলশানে নিজের বাসায় অবস্থান করছেন তিনি। রয়েছেন পরিপূর্ণ বিশ্রামে। তাঁর পরবর্তী চিকিৎসা দেশেই সম্পন্ন হবে। তবে অসুস্থতা সত্ত্বেও সৃষ্টিশীলতা থেকে বিচ্যুত হননি লেখক। বর্তমানে তিনি একটি নতুন নাটক লেখার কাজে হাত দিয়েছেন। এদিকে, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক লন্ডন এসেছিলেন ফুসফুসে কর্কট রোগের চিকিৎসার জন্য। প্রায় চার মাস অসফল চিকিৎসার পর ফিরে যাচ্ছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে।’ তিনি আরও লিখেছেন, জীবনের অন্তিমকাল কবি কাটাতে চান নিজ বাসভূমে, জল-কাদায় নিমগ্ন বাংলাদেশে, বন্ধু-স্বজন সান্নিধ্যে। স্ট্যাটাসে নাসিরউদ্দীন ইউসুফ জানিয়েছেন, ‘শেষ যোদ্ধা’ নামে নতুন একটি নাটক লিখছেন সৈয়দ শামসুল হক এবং যাতে একসঙ্গে কাজ করার কথা রয়েছে তাঁরও। সৈয়দ শামসুল হক চলতি বছরের ১৫ এপ্রিল স্ত্রী আনোয়ারা সৈয়দ হককে নিয়ে লন্ডন যাত্রা করেন। সেখানে রয়্যাল মার্সডেন হাসপাতালে চার মাস ধরে তাঁর চিকিৎসা করা হয়। সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সৈয়দ শামসুল হক কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্পসহ শিল্প-সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণায় পরিণত হয়েছেন সব্যসাচী লেখকে। মাত্র ২৯ বছর বয়সে ১৯৬৬ সালে সর্বকনিষ্ঠ সাহিত্যিক হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পান। ১৯৮৪ সালে অর্জন করেন একুশে পদক। এছাড়াও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
×