ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার রাজশাহীতে পায়ুপথে পেঁপে ঢুকিয়ে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা

প্রকাশিত: ০৫:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

এবার রাজশাহীতে  পায়ুপথে পেঁপে  ঢুকিয়ে এক  ব্যক্তিকে  হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাট গ্রামে জিয়ারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে তার পায়ু পথে পেঁপে ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার হলিদাগাছি এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সারাদিন বিষয়টি গোপন রেখে বাড়িতেই অবস্থান করে জিয়ারুল। তবে অবস্থা গুরুতর হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। জিয়ারুল ইসলাম হলিদাগাছি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে জিয়ারুলের স্ত্রী মঞ্জুয়ারা অভিযোগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে তাকে অস্ত্রোপচারের জন্য নেয়া হলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। জিয়ারুলের স্ত্রী মঞ্জুয়ারা জানিয়েছেন, প্রতিবেশী আমিরুলের সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। জমিজমা নিয়ে আদালতে মামলাও হয়েছে। বুধবার রাত ১১টার দিকে জিয়ারুলকে বাড়ির কাছে একা পেয়ে আমিরুল ও তার দুই সহযোগী ধরে পাশের একটি বাগানে নিয়ে যায়। এরপরে জিয়ারুলের পায়ু পথে আস্ত পেঁপে ঢুকিয়ে দেয়। ওই সময় জিয়ারুল জ্ঞান হারিয়ে ফেলেন। তবে দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার পর সে জ্ঞান ফিরে পেলে নিজেই বাড়ি ফিরে আসে। জিয়ারুলের বোন ময়না জানান, বিষয়টি বৃহস্পতিবার জিয়ারুল গোপন রাখে। কিন্তু রাতে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তাকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার সন্ধ্যায় তার অপারেশন করা হয়। রামেক হাসপাতালের এক চিকিৎসক জানান, তার পায়ু পথে কিছু একটা আটকিয়ে আছে। চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে ব্যবস্থা নেয়া হবে।
×