ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পোশাকে শীতল অনুভূতি

প্রকাশিত: ০৫:৪৫, ৩ সেপ্টেম্বর ২০১৬

পোশাকে শীতল অনুভূতি

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন, এ সময় গায়ে জড়ানো পোশাকই যদি আপনার শরীরে ঠাণ্ডর অনুভূতি যোগায় তাহলে কেমন হয়? হ্যাঁ, এই চিন্তা এখন আর অবাস্তব নয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক ধরনের কাপড় তৈরি করেছেন যা দিয়ে তৈরি পোশাক মানুষের শরীরকে ঠা-া রাখে, দেয় প্রশান্তি। আবার এই কাপড়ের দামও থাকবে হাতের নাগালে। বিজ্ঞানীরা এক ধরনের স্বল্পমূল্যের প্লাস্টিকের দ্রব্য দিয়ে এই কাপড় তৈরি করেছেন। বিজ্ঞানীদের দাবি, তাদের আবিষ্কৃত নতুন এই কাপড় গরম প্রধান দেশের জন্য অত্যধিক কার্যকরী হবে। এসব দেশে এই পোশাক পরলে মানুষ এয়ারকন্ডিশনের মতোই প্রশান্তি ভোগ করতে পারবে। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বস্তু ও আলোককণা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ই চুই বলেন, যদি কোনরকম বৈদ্যুতিক যন্ত্র ছাড়া কোন মানুষকে গরম থেকে আরাম দেয়া যায় এতে প্রচুর বৈদ্যুতিক শক্তি বাঁচানো সম্ভব। এই ধারণা থেকে আমরা নতুন ধরনের কাপড় তৈরির কাজে হাত দেই। তিনি বলেন, সুতি কাপড়ের পরিবর্তে আমাদের তৈরি এই কাপড় পরলে মানুষ অনেক বেশি ঠা-া ভোগ করতে পারবে। এই কাপড় তৈরি করতে বিজ্ঞানীরা ন্যাটো প্রযুক্তি ব্যবহার করেছেন। আপাতত এক রঙা কাপড় তৈরি করতে পেরেছেন বিজ্ঞানীরা। তবে শীঘ্রই আরও কয়েক রঙের কাপর তৈরি করা হবে বলে জানিয়েছেন তারা। এই কাপড় পোশাক জগতে বিপ্লব ঘটনাবে বলে বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন।-সায়েন্স ডেইলি অবলম্বনে।
×