ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালবাগে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড ॥ তিন শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ০৫:৪২, ৩ সেপ্টেম্বর ২০১৬

লালবাগে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড ॥ তিন শ্রমিক  দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ লালবাগে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। পুরান ঢাকার ওয়ারীতে একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে দগ্ধ আরেক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দাদি ও নাতির মৃত্যু হলো। এদিকে সবুজবাগে ঘুড়ি ওড়াতে গিয়ে নিজ বাসার চারতলার ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্যকে কারাদ- দিয়েছে ডিএমপি ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। আগুনে তিনজন দগ্ধ ॥ রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন- হুমায়ুন (১৭), আব্দুল মজিদ (২৫) ও আব্দুল বাতেন শেখ (২৭)। তাদের দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাক্তার উম্মে সালমা জানান, দগ্ধ হুমায়ুন ও মজিদের শরীরের শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ ও ৪৬ শতাংশ পুড়ে গেছে। হুমায়ুন অগ্নিকাণ্ডের সময় ৪ তলা থেকে লাফ দিলে তার দুই পা ভেঙ্গে যায়। দগ্ধ আব্দুল মজিদ জানান, কারখানাটি ৫ তলা ভবনের ৪ তলায় অবস্থিত। তিনি জানান, শুক্রবার দুপুর সোয়া একটার দিকে ওই ভবনের দোতলায় আগুন লাগলে তা ৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতেই তারা দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে দমকল কর্মীরা দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওসি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। এসি বিস্ফোরণে দগ্ধ আরেক জনের মৃত্যু ॥ পুরান ঢাকার ওয়ারীর একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ পারুল আক্তার (৬৫) অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, পারুল আক্তারের শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে। উল্লেখ্য, গত শনিবার সকাল পৌনে ৭টার দিকে টিপু সুলতান রোডের চারতলা বাড়ির তৃতীয়তলার ফ্ল্যাটে এসি বিস্ফোরিত হয়ে পারুল আক্তার ও তার নাতি স্কুলছাত্র ফাহিম শিকদার (১৪) দগ্ধ হন। ওই দিনই রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র ফাহিম শিকদার মারা যায়। ফাহিম ধানম-ির অক্সফোর্ড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। এতে ফাহিমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। নিহত ফাহিমের বাবা ফয়সাল শিকদার জানান, চারতলা বাসার তৃতীয় তলায় তারা থাকতেন। তার মা পারুল আক্তার ও ছেলে ফাহিম একটি রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ এসি বিস্ফোরণ ঘটে তারা দগ্ধ হয়। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘুড়ি ওড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু ॥ রাজধানীর সবুজবাগের পূর্ব বাসাবো পাটোয়ারি গলিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে আরাফ রহমান স্বচ্ছ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আরাফ খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়। তার বাবার নাম আরিফুর রহমান। নিহতের বাবা আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ছেলে আরাফ স্কুল থেকে ফিরে। পরে সে বাসার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। একপর্যায়ে আরাফ বাসার ৪ তলা ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, পরে শুক্রবার আরাফের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। মলম পার্টির ২১ সদস্যকে কারাদ- ॥ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্যকে আটক করে কারাদ- দিয়েছে ডিএমপি ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে তাদের ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। মশিউর রহমান জানান, সকালে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে প্রথমে ৪ জন, মহাখালী বাসস্ট্যান্ড ও শাহবাগ জাদুঘরের সামনে থেকে ১১ জন এবং লালবাগ থেকে ৬ জনকে আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, হালুয়ার কৌটা, আচার, ভেষজ চিকিৎসার বই উদ্ধার করা হয়।
×