ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা

প্রকাশিত: ০৫:৪২, ৩ সেপ্টেম্বর ২০১৬

ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা

স্টাফ রিপোর্টার ॥ এবারের ঈদে কোন ধরনের ত্রুটি বা ফাঁকফোকর থাকবে না। ঘরমুখী কিংবা রাজধানীবাসীর জন্য প্রয়োজনীয় নিরাপত্তার সবটুকুই নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ স্টেশন, ফেরিঘাট ও টার্মিনালে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প থাকবে, যেখান থেকে অতন্দ্র প্রহরীর মতো দিবারাত্রি দায়িত্ব পালন করবে তারা। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাপনার কথা প্রকাশ করেছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। বেনজির আহমেদ বলেন, আমরা আজ শুক্রবার কমলাপুরে অগ্রিম টিকিট বিক্রি পরিদর্শন করলাম। সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি হচ্ছে, কোন অভিযোগ নেই। রেল স্টেশন ছাড়াও বাস, লঞ্চ স্টেশনগুলোতেও দেশজুড়ে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছে। ১ জুলাই হলি আর্টিজানের ঘটনার পর মানুষের মনে উদ্বেগের বিষয়টি মাথায় রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের গরুর হাট, ফেরি ও লঞ্চঘাট, বাস-ট্রেন স্টেশনে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিপণিবিতানগুলোতেও র‌্যাবের নজরদারি থাকবে। যাত্রাপথে মানুষের ভোগান্তি লাঘবে র‌্যাবের টহল ও চেকপোস্ট থাকবে। ঢাকা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদ সামনে রেখে ভেজাল খাবার নিয়ন্ত্রণে র‌্যাবের মোবাইল কোর্ট চালু রয়েছে। র‌্যাবের লক্ষ্য, কোন ধরনের উৎকণ্ঠা ছাড়াই ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসবমুখর পরিবেশে যেন সবাই ঈদ উদযাপন করতে পারেÑ সে পরিবেশ নিশ্চিত করতে র‌্যাব কাজ করে যাচ্ছে। জঙ্গীরা চাপের মুখে রয়েছেÑ এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, জেএমবি ও হিযবুত তাহরীর কতটুকু চাপের মুখে আছে আমরা সেটি মূল্যায়ন করছি। তাদের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি করছি। যে কোন তথ্য যাচাই-বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান তিনি। জঙ্গী কার্যক্রম ছিন্ন-বিচ্ছিন্ন করে দেয়ার দৃঢ়প্রত্যয় জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, অতীতেও এদের আমরা ডিসমেন্টাল করেছি, আগামীতেও আমরা তাদের ডিসমেন্টাল করে দেব। পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত এককভাবে র‌্যাব ২৬ জঙ্গীকে গ্রেফতার করেছে। ঈদের আগে গরুর হাটে ত্তা ও জাল নোট বিষয়ে র‌্যাব ব্যবস্থা নেবে। এছাড়া বিপণিবিতানগুলো ও বিপণিবিতানে আসার রাস্তায় নিরাপত্তা দেয়া হবে। ঈদের আগে মোবাইল কোর্ট দিয়ে র‌্যাব ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। সারাদেশে মানুষের ঈদ উদযাপন নির্বিঘœ করতে র‌্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশ থেকে কোন চামড়া যাতে পাচার না হয়, সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবে র‌্যাব।
×