ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাসাবো বালুর মাঠে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

বাসাবো বালুর মাঠে জঙ্গীবাদবিরোধী  মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাসাবোতে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের মানুষ। শুক্রবার সকালে বালুর মাঠ সবুজবলয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে প্রতিটি মহল্লার মানুষ দলমত নির্বিশেষে অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সাহরিয়া। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তানিয়া হোসেন, সবুজবাগ থানার ওসি আব্দুস কুদ্দুস ফকির ও আব্দুল আহাদ সরদার। গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার পর থেকেই বাসাবো এলাকার সচেতন বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদবিরোধী মতবিনিময়, আলোচনা ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করার শপথ নেন। এ ছাড়া ওই এলাকায় অপরিচিত বহিরাগত বা সন্দেহভাজন লোকজনের আনাগোনার ওপর নজরদারি করার পাশাপাশি স্থানীয় থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে আসছে। এভাবে রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় যদি কর্মসূচী নেয়া হয়, তাহলে জঙ্গী হামলাকারীরা এত সহজে আঘাত হানার সুযোগ পাবে না বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
×