ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাহিত্যিক সাংবাদিক আবুল মনসুর আহমদের জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:২৮, ৩ সেপ্টেম্বর ২০১৬

সাহিত্যিক সাংবাদিক আবুল মনসুর  আহমদের  জন্মদিন আজ

আজ ৩ সেপ্টেম্বর উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৮তম জন্মবার্ষিকী। ময়মনসিংহের ত্রিশাল থানার ধানীখোলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ব্যঙ্গ-রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে তাঁর অবস্থান যেমন সুনির্দিষ্ট, তেমনি সাংবাদিক হিসেবে তিনি বিভাগপূর্ব বাংলার একজন অভিভাবক-পুরুষ হিসেবে গণ্য। তিনি ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদের সম্পাদক ছিলেন এবং তৎকালীন ‘কৃষক’ ও ‘নবযুগ’ পত্রিকায়ও কাজ করেছেন। তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এক অগ্রপথিক। আবুল মনসুর আহমদ শের-এ-বাংলা একে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দির সময়ে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। তার রচনার মধ্যে রয়েছে ‘আয়না’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’ ও ‘ফুড কনফারেন্স’। তাঁর আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ ও ‘বাংলাদেশের কালচার’ অন্যতম। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রথম সারির একজন নেতা। তিনি চল্লিশের দশকে প্রথম থেকেই ভাষা বিষয়ে লিখে আসছিলেন এবং ‘ইত্তেহাদ’ সম্পাদক হিসেবে ভাষা আন্দোলনে গভীর অবদান রাখেন। তাঁর জন্মদিন উপলক্ষে শুক্রবার ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্রের পাড়ে ‘বীক্ষণ’র সাপ্তাহিক আসরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন ড. সিরাজুল ইসলাম চৌধুরী। আগামী মঙ্গলবার বিকাল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে ‘আবুল মনসুর আহমদের জীবন দর্শন ও শিল্পভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন এমিরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনা করবেন অধ্যাপক মনসুর মুসা, ফোকলোরবিদ শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেনসহ আরও অনেকে।-বিজ্ঞপ্তি
×