ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৬, ৩ সেপ্টেম্বর ২০১৬

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

পদ্য: বিভীষণের প্রতি মেঘনাদ (পূর্ব প্রকাশের পর) ২০. “মেঘনাদবধ-কাব্য’টি নয়টি সর্গে রচিত”- এখানে সর্গ বলতে কী বোঝায়? ক) বেহেশত খ) অধ্যায় গ) রাস্তা বা সড়ক ঘ) দোজখ ২১. নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার পূজা করে যুদ্ধে যাত্রা করত? ক) শিবের খ) ইষ্টদেবতা বৈশ্বানরের গ) ইন্দ্রের ঘ) বিশ্বকর্মার ২২. মধুসূদন দত্তের রচিত সাহিত্যের প্রধান সুর হলো- র. দেশপ্রেম রর. স্বাধীনতার চেতনা ররর. নারী-জাগরণ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৩. মধুসূদন দত্ত কত সালে নিজের নামের শুরুতে মাইকেল যোগ করেন? ক) ১৯২৪ সালে খ) ১৯৩৪ সালে গ) ১৯৪৩ সালে ঘ) ১৯৪৪ সালে ২৪. ‘বাসব’-এর অন্য নাম কী ছিল? ক) রাবণের সহোদর খ) দেবতাদের রাজা ইন্দ্র গ) মেঘনাদ ঘ) বিভীষণ ২৫. মেঘনাদের প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বিভীষণ উত্তর দেয়- র. লজ্জিত হয়ে রর. মলিন বদনে ররর. মন্ত্রপূত সাপের মতো নত মস্তকে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৬. যে কলেজে মাইকেল মধুসূদন দত্ত পড়েছেন- র. হিন্দু কলেজ রর. বিশপ্স কলেজ ররর. প্রেসিডেন্সি কলেজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৭. ‘রথী’ শব্দটি দিয়ে কী বোঝায়? ক) রথে চড়ে যে খ) রথের মালিক গ) রথচালনার মাধ্যমে যে যুদ্ধ করে ঘ) রথের অংশবিশেষ ২৮. বাংলা কাব্যজগতে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্ঠা বা প্রবর্তক কোন কবি? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) সতেন্দ্রনাথ দত্ত গ) মাইকেল মদুসূদন দত্ত ঘ) জীবনানন্দ দাশ ২৯. শমন-ভবন কী? ক) দেবালয় খ) যমালয় গ) যজ্ঞাগার ঘ) বাসবালয় ৩০. পৌরাণিক অনুষঙ্গজাত ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশের রচয়িতা কে? ক) মহাদেব সাহা খ) মাইকেল মধুসূদন দত্ত গ) কাজী নজরুল ইসলাম ঘ) মীল মশাররফ হোসেন ৩১. কবি ছাড়াও মধুসূদন দ্ত্ত অন্য কোন পরিচয়ে স্বনামধন্য ছিলেন? ক) নাট্যকার খ) প্রাবন্ধিক গ) গীতিকার ঘ) ধর্ম বিদ্রোহী ৩২. “হায়, তাত, উচিত কি তব এ কাজ?” - চরণে ‘তাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) তার জন্য খ) পিতা গ) পিতৃব্য বা চাচা ঘ) পিতার বন্ধু ৩৩. ‘বিভীষণের প্রতি মেগনাদ’ কাব্যাংশে বিভীষণ কে? ক) রামের সহোদর খ) রাবনের সহোদর গ) মেগনাদের সহোদর ঘ) লক্ষ্মণের সহোদর ৩৪. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশে মেঘনাদ যে কারণে বিভীষণকে পঞ্জনা বা তিরস্কার করতে চাইলেও করে না- র. গুরুজন বলে রর. অপরাধী বলে ররর. পিতৃতুল্য বলে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ৩৫. মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ ‘ঈধঢ়ঃরাব খধফরব' কত সালে প্রকাশিত হয়? ক) ১৯৩৪ খ) ১৯৪৪ গ) ১৯৩৯ ঘ) ১৯৪৯ ৩৬. ‘রাবণ-অনুজ’ বলতে কাকে বোঝানো হয়েছে? ক) রামকে খ) মেঘনাদকে গ) বিভীষণকে ঘ) কুম্ভকর্ণকে ৩৭. মোট কতটি সনেটের সংকলনে মধুসূদনের ‘চতুর্দশপদী কবিতাবলী’ রচিত? ক) ১০০টি খ) ১০২টি গ) ১০৫টি ঘ) ১১০টি ৩৮. সম্পর্ণ পরিত্যাগ অর্থে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশে কোন্ শব্দটি ব্যবহৃত হয়েছে? ক) উৎসর্গ খ) উজাড় গ) জলাঞ্জলি ঘ) সত্য ত্যাগ ৩৯. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটি কোন ছন্দে রচিত? ক) মাত্রাবৃত্ত খ) অক্ষরবৃত্ত গ) স্বরবৃত্ত ঘ) অমিল ছন্দ ৪০. পাপে বিরত থাকে কারা? ক) রাক্ষসকুল খ) মানবকুল গ) দেবকুল ঘ) ভালো মানুষেরা ৪১. রুষিলা শব্দটির অর্থ কী? ক) রাগান্বিত হলো খ) রেষারেষি করল গ) বর্ষণ করল ঘ) থেমে গেল ৪২. রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান রামচন্দ্রকে কী হিসেবে অভিহিত করা হয়? ক) রাবণবধ খ) রাঘবদাস গ) রাঘব ঘ) অগ্রজ লক্ষ্মণ ৪৩. “পর: পর: সদা” বাক্যের মর্মার্থ কী? ক) আপন কখনো পর হয় না খ) পর কখনো আপন হয় না গ) পর গুণবান হলেও সর্বদা পর ঘ) শত্রু গুণবান হলেও ক্ষতি ৪৪. রাবণের মধ্যম সহোদরের নাম কী? ক) বিভীষণ খ) কৃম্ভকর্ণ গ) মেঘনাদ ঘ) বীরবরাহু ৪৫. রাক্ষসদের জন্মপুরে ‘বনবাসী’ বলা হয়েছে কাকে? ক) বিভীষণকে খ) রামকে গ) লক্ষ্মণকে ঘ) মেগনাদকে ৪৬. সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে মধুসূদন দত্তের কোন বিখ্যাত সাহিত্যকর্মটির কাহিনি নেওয়া হয়েছে? ক) তিলোত্তমা সম্ভব খ) মেঘনাদবধ গ) কৃষ্ণকুমারী ঘ) বীরাঙ্গনা কাব্য ৪৭. ধীমান শব্দের অর্থ কী? ক) মুর্খ খ) ব্যস্ত গ) জ্ঞানী ঘ) ঘুমন্ত ৪৮. “নহি দোষী আমি”- কে বলেছে? ক) লক্ষ্মণ খ) বিভীষণ গ) মেঘনাদ ঘ) রাবণ উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মুক্তিযোদ্ধা কমান্ডার মতিইল একটি সফল অপারেশনের পর তারাপুর গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন। পার্শ্ববর্তী গ্রামের রাজাকার ইদ্রিস তথ্যটি পাকিস্তানি হানাদার বাহিনীকে জানিয়ে দিল। হানাদার বাহিনী এসে কমান্ডার মতিউলকে মেরে ফেলে। মতিউল প্রতিরোধের সুযোগ পর্যন্ত পেলেন না। ৪৯. বিভীষণ জলাঞ্জলি দেয়- র. জ্ঞাতিত্ব রর. ভ্রাতৃত্ব ররর. জাতি নিচের কোনটি সঠিক? ক) কুম্ভকর্ণের খ) বিভীষণের গ) লক্ষ্মণের ঘ) রামের ৫০. মেঘনাদের স্বভাব বৈশিষ্ট্যের যে ভাব কবিতাংশটিতে ফুটে উঠেছে- র. দেশদ্রোহিতার বিরুদ্ধে ঘৃণা রর. বিশ্বাসঘাতকতা ররর. মাতৃভূমির প্রতি ভালোবাসা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর সঠিক উত্তর: ২০. (খ) ২১. (খ) ২২. (ঘ) ২৩. (গ) ২৪. (খ) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (গ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (ঘ) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (গ) ৩৯. (খ) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (গ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (গ) ৪৬. (খ) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (গ)
×