ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৩, ৩ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

মাল্টা চাষে সাফল্য নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ সেপ্টেম্বর ॥ হাতে গোনা যে’কজন মাল্টা ও পেয়ারা চাষী রয়েছেন জাহেদুল ইসলাম তাদের অন্যতম। অনুকরণীয় ফল চাষী হিসেবে তিনি ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন। মাটিতে যে সোনা ফলে তা তিনি বাণিজ্যিকভাবে পেয়ারা ও মাল্টা চাষ করে প্রমাণ করে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন ফল চাষ করেও স্বাবলম্বী হওয়া যায় এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটানো সম্ভব। সেনাবাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণের পর ফল চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৩ সালে প্রথম স্বল্প পরিমাণ জমিতে বাণিজ্যিকভাবে পেয়ারা, মাল্টা ও কুলের চাষ শুরু করেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের দিকনির্দেশনা ও সহযোগিতায় ঐ বছর তিনি ৫ বিঘা জমিতে মাল্টা ও পেয়ারার চারা রোপণ করেন। এর মধ্যে ১০কাঠা জমিতে মাল্টা ও সাড়ে চার বিঘা জমিতে থাই পেয়ারার চাষ করেন। পাশাপাশি রোপণ করেন বরইয়ের চারা। তার সে প্রচেষ্টা বিফলে যায়নি। বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে মাল্টা ও পেয়ারা উৎপাদন করছেন। প্রথম বছরই তিনি ঐ প্রজেক্ট থেকে ৩০ হাজার টাকার মাল্টা এবং প্রায় ৭ লাখ টাকার পেয়ারা বিক্রি করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম চাষে মাল্টা ও পেয়ারা বেশ লাভবান হওয়ায় ২০১৫ সালে চাষের জমি বাড়িয়ে ২০ বিঘায় মাল্টা আর পেয়ারার চারা রোপণ করেন। চট্টগ্রামে জঙ্গীবিরোধী সমাবেশ আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরী ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ শনিবার অনুষ্ঠিত হবে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানগুলো। কর্মসূচীর সঙ্গে সমন্বিত হতে যাচ্ছে অনেক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানও। চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার প্রায় ১২শ’ স্কুল, কলেজ ও মাদ্রাসায় জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচীতে যোগ দেবে শিক্ষক, শিক্ষার্থীরা। প্রয়োজনীয় নির্দেশনা প্রতিষ্ঠানগুলোকে পাঠিয়ে দেয়া হয়েছে। দেশে জঙ্গীবাদী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকা-ে উদ্বেগের প্রেক্ষিতে শিক্ষার্থী ও সমাজকে সচেতন করার উদ্যোগ হিসেবে এ কর্মসূচী পালিত হবে। মাদক ও জঙ্গীবাদ সমাজকে ধ্বংস করেছে স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক বলেছেন, মাদক ও জঙ্গীবাদ আমাদের সমাজকে ধ্বংস করছে। তাই মাদক ও জঙ্গীবাদকে রুখতে সবাইকে এগিয়ে আসতে হবে। কিন্তু সামাজিক সচেতনতা ছাড়া তা প্রতিহত করা সম্ভব নয়। তিনি শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের উপস্থিতিতে ২ কোটি ৩০ লাখ টাকা সমমূল্যের ৪০ হাজার ১৮৭ বোতল ফেন্সিডিল, ১৫ কেজি গাঁজা, ২ হাজার ১৩৫ টি ইয়াবা, ১২০ গ্রাম হেরোইন, ৯৯০ বোতল দেশী-বিদেশী মদ ও ৯৩৪ পিস ইঞ্জেকশন ও বিয়ার ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইডি এম খুরশিদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার টি.এ মোজাহিদুল ইসলাম। ইউপি চেয়ারম্যান পেটালেন সচিবকে নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ সেপ্টেম্বর ॥ ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তার পরিষদের সচিব মোহাম্মদ আলীকে মারধর করেছেন। এ ব্যাপারে মোহাম্মদ আলী বৃহস্পতিবার রাতে ভাঙ্গা থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সচিব মোহাম্মদ আলী জানান, তিনি ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকেন। বুধবার রাত ৯টার দিকে চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তার কক্ষে এসে স্থানীয় আবদুল্লাবাদ বাজারে ২৬টি দোকান বরাদ্দ সংক্রান্ত বিষয়ে লিখিত দিতে বলেন। বিষয়টি আইনসঙ্গত না হওয়ায় তিনি (সচিব) অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান তাকে কিল, ঘুষি, চড়-থাপ্পড় মারেন ও নিচতলায় থাকা চেয়ারম্যানের সঙ্গী-সাথীদের ডাকেন। এরপর চেয়ারম্যানের পক্ষ নিয়ে ১০-১২ জন লাঠিসোটা নিয়ে মুখ বেঁধে সচিবকে পেটাতে থাকলে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন। ‘শুনেছি এলাকার ছেলেপেলেদের সঙ্গে সচিবের ঝামেলা হয়েছে’Ñ মন্তব্য করে নিজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, আমার সঙ্গে সচিবের কোন ঝামেলা হয়নি। লামায় অবৈধ পাথর পাচার, পাঁচ ট্রাক জব্দ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২ সেপ্টেম্বর ॥ বান্দরবানের লামা উপজেলায় অবৈধ পাথর পাচার যেন থামছে না, প্রতিদিন কোন না কোন স্থান থেকে পাচার হচ্ছে অবৈধ পাথর। অবৈধভাবে উত্তোলন করে পাচারের সময় অভিযান চালিয়ে ৫টি ট্রাক জব্দ করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ ও আলীকদম সেনা জোন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা এলাকা থেকে পাথর বোঝায় ৪টি এবং মিরিঞ্জা এলাকায় একটি ট্রাক জব্দ করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ পুলিশ সদস্য নিয়ে রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াংছা এলাকা থেকে পাথর পাচারকালে ৪টি ট্রাক জব্দ করেন। এ সময় পালিয়ে যায় ট্রাকের লেবার, ড্রাইভার ও হেলপাররা। অপরদিকে আলীকদম সেনা জোনের অভিযানে লামার মিরিঞ্জা এলাকা থেকে একটি পাথর বোঝায় ট্রাক আটক করা হয়। আলীকদম সেনা জোনের (টুআইসি) মেজর মোস্তাফিজুর রহমান বলেন, নিয়মিত টহলবাহিনী অভিযান চালিয়ে লামার মিরিঞ্জা এলাকা থেকে একটি পাথর বোঝায় ট্রাক আটক করে জোনে রাখা হয়েছে। জেলার লামা উপজেলায় ফাইতং, আজিজনগরসহ বিভিন্ন এলাকার ঝিড়ি থেকে পাথর উত্তোলনের পাশাপাশি পাহাড় কেটে বিস্ফোরণ ঘটিয়ে বোল্ডার পাথর উত্তোলন করে পাচারকারীরা। এর ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাবার কারণে নষ্ট হচ্ছে পানির উৎস। বিতর্ক উৎসবের উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘আমার তথ্য আমার অধিকার’ শীর্ষক দু’দিনব্যাপী বিভাগীয় বিতর্ক উৎসব শুক্রবার সকাল দশটায় উদ্বোধন করা হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বেসরকারী সংস্থা এমআরডিআই ও জানাক আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। আজ শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। ঝাড়ু হাতে জনপ্রতিনিধিরা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এবার সৈয়দপুর পৌরসভা এলাকাকে ঝকঝকে-তকতকে ও আবর্জনামুক্ত করতে পৌর মেয়র ও কাউন্সিলররাও মাঠে নেমেছেন। শুক্রবার ভোর ৫টা থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরেশোরে চলে ১১টা পর্যন্ত। পৌর মেয়র আমজাদ হোসেনের তদারকিতে পৌর কাউন্সিলররা বিভিন্ন দলে ভাগ হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। সূত্রমতে, এ কার্যক্রম এখন থেকে প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী করা হবে। গিঞ্জি শহর বলে পরিচিত সৈয়দপুর পৌর এলাকা এখন থেকে ঝকঝকে পরিষ্কার রাখার অঙ্গীকার করেন পৌর কর্তৃপক্ষ। রিশার খুনীর দ্রুত শাস্তি দাবিতে বিক্ষোভ সংবাদদাতা, রংপুর, ২ সেপ্টেম্বর ॥ রিশার খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি, তনু, সাথীসহ সকল নারী-শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে শুক্রবার বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ-মিছিল শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের জেলা দপ্তর স¤পাদক কামরুন্নাহার খানম শিখা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সংগঠক নন্দিনী দাস, শাপলা রায়, ফাহমিদা আহমেদ প্রিয়াঙ্কা প্রমুখ। বক্তারা, দেশব্যাপী অব্যাহত নারী-শিশু ধর্ষণ, হত্যা, অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক-জুয়ার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
×