ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জমিসংক্রান্ত বিরোধে বদরগঞ্জে মন্দির ভাংচুর

প্রকাশিত: ০৪:০২, ৩ সেপ্টেম্বর ২০১৬

জমিসংক্রান্ত  বিরোধে বদরগঞ্জে  মন্দির ভাংচুর

সংবাদদাতা, রংপুর, ২ সেপ্টেম্বর ॥ বদরগঞ্জে জায়গার মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নবনির্মিত মন্দিরে হামলা চালিয়ে মন্দিরসহ প্রতিমা ভাংচুর করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম যুগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মন্দির কমিটির অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। এদিকে ওই মন্দির ভাংচুরের ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, কুতুবপুর ইউনিয়নের যুগীপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে চাটাই বেড়ার তৈরি মন্দিরে পূজা অর্চনা করে আসছে। বুধবার তারা পাকা করার জন্য পুরনো মন্দিরটি ভেঙ্গে ফেলে সেখানে নতুন মন্দিরের নির্মাণ কাজ শুরু করে। এ সময় একই গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে খিতিশ চন্দ্র মন্দিরের জায়গার মালিকানা দাবি করে বাধা প্রদান করে। কিন্তু তারপরও কমিটির লোকজন বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। এ ঘটনার একদিন পর গভীর রাতে কে বা কারা নবনির্মিত ওই মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর করে। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি বিনোদ চন্দ্র দাশ বলেন, খিতিশ চন্দ্র ও তার লোকজন মন্দির ভাংচুর করেছে। তবে অভিযুক্ত খিতিশ চন্দ্র অভিযোগ অস্বীকার করেন। বদরগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বলেন, মন্দির ভাংচুরের ঘটনায় দু’পক্ষকে থানায় তলব করা হয়েছে। উভয়পক্ষের সাথে কথা না বলে আপাতত কিছু বলা যাচ্ছে না।
×