ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভেজাল ওষুধ আসছেই

প্রকাশিত: ০৪:০২, ৩ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রামে ভেজাল  ওষুধ আসছেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ওষুধের বৃহত্তম পাইকারি বাজার হাজারি গলি। এ এলাকায় রয়েছে শত শত ওষুধের দোকান ও গুদাম। জেলার বিভিন্ন স্থানের ফার্মেসিগুলো এখান থেকে পাইকারিতে ওষুধ কিনে থাকে। এছাড়া কিছুটা কম দামে ওষুধ পাওয়ার জন্য সাধারণ ক্রেতাও হাজারি গলিকেই বেছে নেয়। তাছাড়া দুষ্প্রাপ্য ওষুধের জন্যও যেতে হয় হাজারি গলিতে। কিন্তু এই ওষুধের বাজার ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে সেখান থেকে বিভিন্ন সময়ে ভেজাল, নিষিদ্ধ, অননুমোদিত ও সরকারী বিনামূল্যের ওষুধ উদ্ধার হওয়ায়। সর্বশেষ বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল ওষুধ। শুধু তাই নয়, সন্ধান মিলেছে বিক্রিনিষিদ্ধ সরকারী ওষুধের গুদামও। অসাধু ব্যবসায়ী চক্র যেন অদম্য। অবৈধপথে সরকারী ও ভেজাল ওষুধের যোগান থামছে না। এর সঙ্গে জড়িত রয়েছে সরকারী হাসপাতালের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী।
×