ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হালদা নদীকে দূষণমুক্ত করার দাবি

প্রকাশিত: ০৪:০২, ৩ সেপ্টেম্বর ২০১৬

হালদা নদীকে  দূষণমুক্ত  করার দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দূষণের কারণে শুধু হালদার পানি দূষিত হচ্ছে না জনজীবন, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্যও বিপর্যস্ত হচ্ছে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শুক্রবার সকালে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ‘হালদা নদীর বর্তমান প্রেক্ষাপট এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীর প্রাণ পানি প্রবাহ। মদুনাঘাটে দুটি সেতুর কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নদীর উজানে বাঁক সোজাকরণ, নদীর পাড় দখল, তামাক চাষের বিষাক্ত পানি, কৃষি জমি ও চা বাগানের কীটনাশক থেকে হালদাকে বাঁচাতে হবে। বক্তারা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদাকে দূষণমুক্ত করার দাবি জানান। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হালদা রক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। এতে আলোচনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দারী, জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা খোরশেদ আলম, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক আবু নোমান, শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রমুখ। সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে হালদা রক্ষায় ভূমিকার জন্য সংবর্ধনা দেয়া হয়।
×