ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুসল্লি ও ইসকনভক্তদের সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:০১, ৩ সেপ্টেম্বর ২০১৬

মুসল্লি ও ইসকনভক্তদের সংঘর্ষ ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট নগরীর মধুশহীদে কতিপয় মুসল্লি ও ইসকন মন্দির ভক্তদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বাদ জুমা এই সংঘর্ষের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করেছে। স্থানীয়রা জানান, একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মধুশহীদের ইসকন মন্দিরে বাদ্যযন্ত্র নিয়ে গানবাজনা চলছিল। এতে পাশাপাশি অবস্থিত মসজিদে জুমার নামাজের ব্যাঘাত ঘটছে বলে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্ষুব্ধ হয়ে মুসল্লিরা নামাজ শেষে ইসকনে যান। সেখানে বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায়। বাইরে থেকে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। মন্দিরের ভেতর থেকেও ইটপাটকেল ছোড়া হয়। মন্দিরের ফটক বন্ধ করে ভেতরে তাদের নিরাপত্তা গ্রহণ করেন। এ সময় মসজিদের মাইকে প্রচার করা হলে মুসল্লিদের মধ্যে আরও উত্তেজনা দেখা দেয়। মুসল্লিদের হামলা ও ইট পাটকেল নিক্ষেপের ফলে ইসকন মন্দির সংশ্লিষ্ট মার্কেটের ৫/৬টি দোকান ভাংচুর হয়। সংঘর্ষ শুরু হলে সিলেট ওসমানী হাসপাতাল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে পুলিশ। হামলাকারী মুসল্লিদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশানার, সিলেট বিভাগীয় কমিশনার, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ জেলা সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এলাকায় বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে পুলিশ কমিশনার সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন। মুন্সীগঞ্জে আহত ২০ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের আলিরটেক বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় থেকে আজ শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে দফায় দফায় এ সংঘর্ষ । সংঘর্ষে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি ও গ্রামছাড়া অর্ধশতাধিক পরিবার। বুধবার স্কুলে পড়ুয়া ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা নিয়ে সংঘর্ষও সূত্রপাত। স্থানীয় মন্টু দেওয়ান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভূইয়ার সর্মথকদের মধ্যে সংর্ঘষ হয়। আহতদের মধ্যে ঝিঙ্গি (২৭) ও জয়নাল হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাদের শরীরে গুলিবিদ্ধ হয়েছে বলে পরিবারের সদস্যরা চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে। রাঙ্গাবালীতে আহত ৫ স্টাফ রিপোর্টার, গলাচিপা থেকে জানান, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জেলেদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনমুখা নদীতে স্থানীয় মৎস্য ব্যবসায়ী অসিম সাহা ও জহির হাওলাদারের জেলেরা ইলিশ মাছ শিকারে গিয়ে একে অপরের ট্রলারের সঙ্গে ধাক্কা লাগায় দু’ পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের জেলেরা কোড়ালিয়া লঞ্চঘাট এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×