ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০১, ৩ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

শিমুলিয়া-কাওড়াকান্দি রো রো ফেরি আবারও বন্ধ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নাব্য সঙ্কটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল আবার বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে এ বড় আকারের ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এতে যানবাহন পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। এই নৌরুটে যানবাহন পারপারে ১৭টি ফেরি থাকলেও সচল রয়েছে মাত্র ১১ টি । এতে করে ঘাটে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের জটলা বাড়ছে। বিশেষ করে ট্রাক পারাপারে প্রচ- বিঘœ সৃষ্টি হচ্ছে। এক একটি পণ্যবাহী ট্রাক ফেরি পারপারে অপেক্ষায় ঘাটে বসে থাকতে হচ্ছে অনির্দিষ্ট সময়। ছয়টি টানা ফেরি পাঁচটি কে-টাইপ ফেরি দিয়ে ধীরে ধীরে পারপার করা হচ্ছে যানবাহন। এতে সময় লাগছে বেশি। তবে নদীর নাব্য সঙ্কট নিরসনে ড্রেজিংয়ের কাজ চলছে । কবে নাগাদ রো রো ফেরি চালু করা সম্ভব হবে তা এখনও নিশ্চিত করেতে পারেনি বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, লৌহজং টার্নিং পয়েন্টে ব্যাপক নাব্য সঙ্কটে রো রো ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। এই ফেরি চলতে অন্তত ৭ ফুট উচ্চতার পানি প্রয়োজন হয়। কিন্তু লৌহজং টার্নিং পয়েন্টে ৬ ফুট পানি রয়েছে। ড্রেজিংয়ের কাজ চলছে, তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার মু-ুপাশা গ্রামে শুক্রবার সকালে পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই গ্রামের সালাম শেখের শিশুকন্যা খাদিজা খানম শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে খেলার ছলে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে খাদিজাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘেরের মাছ নিধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের লোকমান ঘরামীর পুত্র খোকন ঘরামীর মাছের ঘেরে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা বিষ প্রায়োগ করে। পাঁচ ছিনতাইকারী ও ৩ মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভৈরব রেলত্তয়ে স্টেশন এলাকার পৌর কবরস্থানের সামনে ছিনতাই করার সময় পাঁচ ছিনতাইকারীকে এলাকাবাসীর সহায়তায় আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত পাঁচটি ধারালো অস্ত্র এবং ছিনতাইকৃত দুটি মোবাইল সেট, দুটি ব্যাংক চেক উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ব্যবসায়ী ইসলাম উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ভৈরব সদর থানায় মামলা দায়ের করেন। একই দিন রাত ১১টায় কালিকাপ্রসাদ এলাকা থেকে ২০০ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীর গাড়ি থামিয়ে পিস্তল ঠেকিয়ে মাসিক বেতনের ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আগৈলঝাড়া থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পশ্চিম বাগধা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে রাসেল মোল্লা (২৫) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। রাসেল ওই গ্রামের ওয়াদুদ মোল্লার পুত্র। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২ সেপ্টেম্বর ॥ নোয়াখালীর চাটখিল উপজেলা শহরে অবস্থিত ‘ব্যাংক এশিয়া’র শাখা ব্যবস্থাপক পলাশ চন্দ্র সাহাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি গ্রামে এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে। তাঁর পিতার নাম ভুপাল চন্দ্র সাহা। বাড়ি মুক্তারাম গ্রামে। ওই সময় তিনি মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার পথে ৪-৫ মুখোশ পরা অস্ত্রধারী সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে অতর্কিতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদাভাবে ২০টি বাণিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। শুক্রবার দুপুরে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের যাত্রামুড়া কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী কাউছার আলম পলাশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০টি অবৈধ গ্যাস সংযোগের মধ্যে ৫টি বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। আর বাকি ১৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গাঁজাসহ নারী আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ সেপ্টেম্বর ॥ শুক্রবার সকালে মহাদেবপুরে ৪০ কেজি গাঁজাসহ আমেনা বেগম (২৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার স্বামী রেজাউল ইসলাম পালিয়ে যায়। পুলিশ জানায়, এ দিন সকালে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের চকবহুতি গ্রামের রেজাউল ইসলামের বাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গৃহকর্তা রেজাউল পালিয়ে গেলে তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করে পুলিশ। কিশোরী নির্যাতনকারী আটক নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২ সেপ্টেম্বর ॥ পিতৃহীন কিশোরী পপি আক্তারকে (১৩) নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শাজাহান মাতুব্বরকে শুক্রবার সকালে দত্তকেন্দুয়া এলাকা থেকে আটক করে পুলিশ। উল্লেখ্য. সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্তকেন্দুয়া গ্রামের পিতৃহীন এক কিশোরী পপি আক্তার সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধোয়ার সময় শাজাহান মাতুব্বর তাকে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে পপি পালাতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। নির্যাতনকারী পুকুরে গিয়ে পপিকে পানিতে চুবাতে থাকে। পরে পুকুর থেকে তুলে আবারও মারধর শুরু করে। এ সময় পপির চিৎকারে লোকজন ছুটে এলে শাজাহান মাতুব্বর পালিয়ে যায়। ডাকাতি রোধে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২ সেপ্টেম্বর ॥ ডামুড্যা বন্দর ও বাজারে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়া ও জঙ্গী প্রতিরোধ করার জন্য শরীয়তপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন ডামুড্যা বন্দর বাজার ব্যবসায়ীরা। শুক্রবার বেলা ১১টায় ডামুড্যা থানা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত ৩২ জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ট্রাক হেলপার নিহত ও ৩০ বাসযাত্রী আহত হয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সাচালক ও মাগুরায় এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। টাঙ্গাইল ॥ টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকাল ৬টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে উজ্জল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। অপরদিকে ভুট্টা বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাক ও বাসটি মহাসড়কের ধলাটেংগর এলাকায় পৌঁছলে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়া ॥ শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার রাধিকায় ট্রাকের চাপায় এক রিক্সাচালক নিহত হয়েছে। সকাল ৮টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রিক্সাচালক আনার হোসেন (৪০) রিক্সা নিয়ে ওই মহাসড়কের রাধিকা পৌঁছলে বিপরীতমুখী দুটি ট্রাকের মধ্যে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মাগুরা ॥ মহম্মদপুরের বালিদিয়ায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় ইমরান সর্দার (২৫) নামে এক যুবক নিহত এবং ২ জন আহত হয়েছে। তাদের মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো শাহীন ও সোহেল।
×