ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রকে লাথি-ঘুষি ॥ শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০০, ৩ সেপ্টেম্বর ২০১৬

ছাত্রকে লাথি-ঘুষি ॥  শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ সেপ্টেম্বর ॥ মান্দা উপজেলার প্রত্যন্ত এলাকা বলাক্ষেত্র-শিমলাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র অমিত কুমারকে বেত্রাঘাতসহ সন্ত্রাসী কায়দায় লাথি-ঘুষি মেরে গুরুতর জখম করলেন ওই স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার ম-ল। আহত ছাত্রের বাবা শ্যামসুন্দর এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করলে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম ও আব্দুল হান্নান তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। ঘটনায় অভিভাবকসহ এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অবিলম্বে ওই সন্ত্রাসী ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে চাকরিচ্যুতির দাবিতে শুক্রবার দিনভর এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করেছে। জানা গেছে, বুধবার দুপুরে স্কুলের টিফিনের সময় অমিতের সঙ্গে তার এক সহপাঠীর মারামারি হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক সন্তোষ কুমার ক্ষিপ্ত হয়ে অমিতকে বেত দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছেন। এতেও তিনি ক্ষান্ত না হয়ে সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় লাথি-ঘুষি, চড়-থাপ্পড় মেরে কাহিল করে ফেলেন। এ সময় ওই স্কুলেই কর্মরত শিক্ষিকা প্রধান শিক্ষকের ছোট বোন ববিতা রানী, শিক্ষক জাফর আলী, পার্শ্ববর্তী পুকুরের মাছচাষী রেজাউল ছুটে গিয়ে শিশু অমিতকে প্রাণে রক্ষা করেন।
×