ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্থানীয় সরকারের ওপরই সুশাসন নির্ভর করে ॥ এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ০৪:০০, ৩ সেপ্টেম্বর ২০১৬

স্থানীয় সরকারের ওপরই সুশাসন নির্ভর করে ॥ এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। স্থানীয় সরকারের ওপরই দেশের সুশাসন নির্ভর করে বলেও তিনি মন্তব্য করেছেন। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি স্থানীয় সরকারকেও নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, জেলা পরিষদের কাজের পরিধিও বাড়ানো হচ্ছে। ইতোমধ্যেই সরকার জেলা পরিষদের নির্বাচনের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তিনি শুক্রবার সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলার প্রতিটি পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য নির্বাচিত সদস্য-সদস্যার সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন। জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, সিরাজগঞ্জ পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কাজিপুর উপজেলার চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল।
×