ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিএনডি বাঁধের অভ্যন্তরে বছরের ৯ মাস জলাবদ্ধতা

প্রকাশিত: ০৩:৫৮, ৩ সেপ্টেম্বর ২০১৬

ডিএনডি বাঁধের অভ্যন্তরে বছরের ৯ মাস জলাবদ্ধতা

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের অভ্যন্তরে বছরের ৯ মাস এলাকাবাসীকে জলাবদ্ধতায় বন্দী হয়ে থাকতে হয়। প্রভাবশালীরা ছোটবড় খালগুলো দখল করে ভরাট করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অবশ্য, স্থায়ীভাবে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ছোট ছোট শিশুরা হাঁটুপানি ভেঙ্গে স্কুলে যাচ্ছে। শ্রমজীবী মানুষ পানির মধ্যে ঠেলছে রিক্সা ও ভ্যানগাড়ি। কারো বসত ও রান্না ঘরে, আবার কারো বাড়ির আঙ্গিনা ভাসছে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে। এতে পেটের পীড়া ও চর্মরোগসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিএনডি বাঁধের অভ্যন্তরে ফতুল্লা, কুতুবপুর, লালপুর, ইসদাইর ও লাল খাঁ এলাকায় এ অবস্থা। প্রভাবশালীরা ছোট-বড় সব খাল দখল করে ভরাট করায়, পানি নিষ্কাশন হতে না পেরে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যা সমাধানে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। Ñস্টাফ রিপোর্টার
×