ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ কোটি টাকা বকেয়া ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৩:৫৮, ৩ সেপ্টেম্বর ২০১৬

রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ কোটি টাকা বকেয়া ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী নগরীর সরকারী-বেসরকারী ১৩টি প্রতিষ্ঠানের কাছে বকেয়া পৌরকর আদায় নিয়ে বিপাকে পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এসব প্রতিষ্ঠানের কাছে পৌর ট্যাক্স বাবদ পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ২ লাখ ৩৩ হাজার ৩২৩ টাকা। কোটি টাকার ওপরে বকেয়া নিয়ে ১৩ প্রতিষ্ঠানের এ তালিকার শীর্ষে আছে রাজশাহী টেক্সটাইল মিলস, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখা। বারবার তাগাদা দিয়েও প্রতিষ্ঠানগুলো থেকে বকেয়া কর আদায় করতে পারছে না। এরই মধ্যে সিটি কর্পোরেশন এ প্রতিষ্ঠানগুলোর তালিকা করেছে কর পরিশোধ না করা প্রতিষ্ঠান হিসেবে। রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম বলেন, বিষয়টি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কেও জানিয়েছিলাম। সেখান থেকেও কোন সাড়া মেলেনি। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে সব প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চিঠি দেয়া। সময়ের মধ্যেও যদি তারা বকেয়া পরিশোধ না করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মামলা দায়েরেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলো নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রাজস্ব বিভাগের কর আদায় শাখা একটি তালিকা তৈরি করেছে। যেসব প্রতিষ্ঠান আদৌ পৌর কর পরিশোধ করে না, তাদের নাম ও পাওনার পরিমাণ শিরোনামের ওই তালিকা থেকে জানা যায়, সবচেয়ে বেশি পৌরকর বাকি রয়েছে রাজশাহী টেক্সটাইল মিলসের। তাদের বকেয়ার পরিমাণ ২ কোটি ৬৯ হাজার ৯৯৬ টাকা। এর পরেই আছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। তাদের বকেয়া ১ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৩৮০ টাকা। বাংলাদেশ ব্যাংক রাজশাহীর বকেয়া পৌরকরের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৭৩৮ টাকা। ২০১৫-১৬ অর্থবছরে এ প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত পৌরকর ছিল বাংলাদেশ ব্যাংকের ৭ লাখ ২৮ হাজার টাকা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ২১ লাখ ৭৯ হাজার ২৭৫ টাকা ও টেক্সটাইল মিলসের ১২ লাখ ৯৬০ টাকা। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ রাজশাহীর কাছে সিটি কর্পোরেশনের পৌরকর বাবদ পাওনা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮০০ টাকা, শিল্পকলা একাডেমি রাজশাহীর বকেয়া ৪ লাখ ১৬ হাজার ৩৯৯ টাকা, রাজশাহী রাইফেলস ক্লাবের বকেয়ার পরিমাণ ৩ লাখ ৪০ হাজার ৯৫৬ টাকা, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের বকেয়ার পরিমাণ ১২ লাখ ৪৬ হাজার ৮৪৯ টাকা, রাজশাহী সার্ভে এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বকেয়া ১২ লাখ ১১ হাজার ৪৬০ টাকা, শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের বকেয়া পৌরকরের পরিমাণ ৩৮ লাখ ৭২ হাজার ৭০০ টাকা, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বকেয়া ৮১ লাখ ১ হাজার ৩২২ টাকা, বরেন্দ্র একাডেমির কাছে পাওনা ২ লাখ ৭ হাজার ৬৯২ টাকা, রাজশাহী মডেল স্কুল এ্যান্ড কলেজের বকেয়ার পরিমাণ ৭৩ লাখ ৮৭ হাজার ৮০৫ টাকা ও বিএডিসি রাজশাহীর কাছে পাওনার পরিমাণ ৪৬ লাখ ৯৮ হাজার ২২৫ টাকা। রাসিকের কর আদায় শাখা সূত্রে জানা গেছে, ২০১২ সালে এ তালিকায় ২০টি প্রতিষ্ঠান ছিল। সে সময় ২০টি প্রতিষ্ঠানের বকেয়া ছিল প্রায় ছয় কোটি টাকা। বর্তমানে ১৩ প্রতিষ্ঠানের বকেয়া দাঁড়িয়েছে আট কোটি টাকা। দীর্ঘদিন পৌরকর বকেয়া থাকলেও সম্প্রতি বেশকিছু প্রতিষ্ঠান পৌরকর পরিশোধ করেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হয়। বারবার তাদের নোটিসও দেয়া হয়। কিন্তু কাগজ চালাচালির মধ্যেই থেকে গেছে। তাদের কাছে থেকে কর আদায় করা যায়নি। তবে জানতে চাইলে রাজশাহী টেক্সটাইল মিলসের মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান বলেন, পৌরকর তো দিতেই হবে। তার ভাষ্য, তিনি নতুন এসেছেন। টেক্সটাইল মিলস চলছে লোকসানে। সে পরিমাণ অর্থ আমাদের নেই। টেক্সটাইল মিলস কর্পোরেশন বিষয়টি অবগত আছে। তারা এ বিষয়ে কিছু অর্থ ছাড় করলে আমরা হয়ত পরিশোধ করতে পারব।
×