ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চালুর আগেই ভাঙ্গনের কবলে কীর্তনখোলার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

প্রকাশিত: ০৩:৫৭, ৩ সেপ্টেম্বর ২০১৬

চালুর আগেই ভাঙ্গনের কবলে কীর্তনখোলার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

স্টাফ রিপোর্টার ॥ চালু হবার আগেই বরিশালে কীর্তনখোলা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই প্লান্টের মূল ভবন নদীগর্ভে বিলীন হবার আশঙ্কা করছে সিটি কর্পোরেশন। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, ডিপিপি একনেকে পাস হলেই নেয়া যাবে স্থায়ী ব্যবস্থা। ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তি স্থাপন করেন। সম্প্রতি এর নির্মাণ কাজ শেষ হয়। এর মধ্যে দুই দফা ভাঙ্গন কবলিত হয় প্লান্ট। সব শেষ গত বৃহস্পতিবার এর গাইডওয়ালসহ বড় অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত পদক্ষেপ না নিলে প্লান্টের মূল ভবন নদী গর্ভে বিলীন হবার আশঙ্কা করছে সিটি কর্পোরেশন। আর বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রমজান আলী প্রামাণিক জানিয়েছেন, এ ব্যাপারে ডিপিপি দেয়া আছে, একনেকে পাস হলে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে। প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্লান্টে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ লিটার পানি পানযোগ্য করা যাবে।
×