ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রাম থিয়েটারের রাজশাহী অঞ্চলের আবাসিক নাট্যকর্মশালা

প্রকাশিত: ০৩:৫১, ৩ সেপ্টেম্বর ২০১৬

গ্রাম থিয়েটারের রাজশাহী অঞ্চলের আবাসিক নাট্যকর্মশালা

সংস্কৃতি ডেস্ক ॥ ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ সেøাগানে শেষ হলো বাংলাদেশ গ্রাম থিয়েটারের তিন দিনব্যাপী রাজশাহী বিভাগীয় আবাসিক নাট্যকর্মশালা। গত ২৫, ২৬ ও ২৭ আগস্ট রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন লস্করপুর ডিগ্রী মহাবিদ্যানিকেতনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পুঠিয়া থিয়েটারের সার্বিক সহযোগিতায় এতে রাজশাহী বিভাগের পুন্ড্র, রবীন্দ্র, ইলামিত্র ও বনমালী এই চারটি অঞ্চলের ২১টি সংগঠনের ৪৩ নাট্যকর্মী অংশ নেয়। কর্মশালার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামারুল্লাহ সরকার কামাল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, অধ্যক্ষ আ ন ম মনিরুল ইসলাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সভাপতি ম-লীর সদস্য অধ্যাপক ড. লুৎফর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুঠিয়া থিয়েটারের সভাপতি ও গ্রাম থিয়েটারের সভাপতি ম-লীর সদস্য কাজী সাইদ হোসেন দুলাল। আলোচনা সভার পূর্বে অতিথি এবং প্রশিক্ষকদের উত্তরীয়, উপহার এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তিন দিনব্যাপী সাংগঠনিক এই নাট্য কর্মশালায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইতিহাস, শারীরিক প্রস্তুতি ও তাৎক্ষণিক উদ্ভাবন, স্তানিসøাভোস্কির অভিনয় সূত্র, নাট্য নির্মাণ, নাট্য প্রযোজনা, মাদার পীরের পালার গল্প, গান, চরিত্র প্রণয়ন, নাট্যাচার্য ড. সেলিম আল দীনের দ্বৈত অদ্বৈতবাদ, বর্ণনাত্মক অভিনয় রীতি, ঐতিহ্যবাহী নাট্য পা-ুলিপি নির্মাণ, থিয়েটার গেম ও চরিত্রায়ন, জুগীর গান সম্পর্কে আলোচনা, বর্ণনাত্বক অভিনয় রীতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় এবং থিয়েটার ডকুমেন্টেশন ও রিপোর্টিংয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালার দুই রাতে স্থানীয় দলের পরিবেশনায় বিলুপ্তপ্রায় লোকজ পালা মাদার পীরের পালায় ‘বিবি কুসুম’ এবং দেহতাত্ত্বিক জুগীর গানের পালা উপভোগ করেন প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ম-লীর সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফর রহমান লেবু, কাজী সাইদ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সাংগঠনিক সম্পাদক সাইদ রিংকু, প্রশিক্ষণ সম্পাদক সামিউন জাহান দোলা, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামারুল্লাহ সরকার কামাল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাবিব জাকারিয়া উল্লাস। তিন দিনব্যাপী নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। সমাপণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামারুল্লাহ সরকার কামাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সভাপতি ম-লীর সদস্য কাজী সাইদ হোসেন দুলাল, বনমালী অঞ্চলের সমন্বয়কারী আবুল কাশেম, ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মজগুল হোসেন ইতি, রবীন্দ্র অঞ্চলের সমন্বয়কারী মহিউজ্জামান জাহান, পুঠিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক সাগর কুমার সরকার।
×