ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তি পাচ্ছে ‘রাত্রীর যাত্রী’

প্রকাশিত: ০৩:৫০, ৩ সেপ্টেম্বর ২০১৬

মুক্তি পাচ্ছে ‘রাত্রীর যাত্রী’

স্টাফ রিপোর্টার ॥ নাট্য নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রের শূটিং সম্প্রতিশেষ হয়েছে। চলচ্চিত্রটির এখন সম্পাদনার কাজ চলছে। সম্পাদনা শেষে অচিরেই চলচ্চিত্রটি সেন্সরবোর্ডে জমা দেয়া হবে। সেন্সর সনদপেলেই ঘোষণা করা মুক্তির তারিখ। এ চলচ্চিত্রটির সর্বশেষ গত ২৪ থেকে ২৭ আগস্ট টানা ৪ দিন শূটিং হয়। এতে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, আনিসুর রহমান মিলন, মারজুক রাসেল ও অতিথি চরিত্রে নায়ক সম্রাট। নির্মাতা জানান, শেষ দৃশ্যের কাজ হয়েছে হোতাপাড়া, তেজগাঁওয়ে একটি হাসপাতালে ও দিয়াবাড়ীতে। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রটি নয়ে অনেকদিন ধরে শিল্পী, কলাকুশলিরা অপেক্ষায় ছিলেন। কেন না চলচ্চিত্রটি নিয়ে দেশজুড়ে চলছিল ভক্তদের ব্যাপক প্রচার। এবার তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। দর্শকদের একটি চমৎকার পারিবারিক বিনোদনমূলক আকাক্সিক্ষত চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছি। তিনি আরও জানান, এ চলচ্চিত্রে শুরু থেকেই গুণী এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করা হয়েছে। সঙ্গে পেয়েছি বিশাল দর্শক সহযাত্রী। সবার কাছে ‘রাত্রীর যাত্রী’র পরিবার তাই কৃতজ্ঞ। ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, রেবেকা পারভিন, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিন, আশরাফ কবির, ম আ সালাম এবং নায়ক সম্রাটসহ অনেকে। তবে কথা হচ্ছে টিভি নাট্য নির্মাতা হিসেবে সফল হলেও চলচ্চিত্র নির্মাণে হাবিবুল ইসলাম হাবিব কতটা সফল হবেন তা প্রশ্ন থেকেই যায়। কারণ টিভি নাটক নির্মাণেও অনিয়মিত ছিলেন এক সময়ের গুণি এই নির্মাতা। এক সময় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে প্রশংসিত হওয়ার পর তিনি নাটক নির্মাণে যুক্ত হোন। ভাল কিছু নাটক নির্মাণ করলেও তিনি অন্য নির্মাতার মত নিয়মিত কাজ করেন নি। এবার দেখার পালা নাটক নির্মাণের মত চলচ্চিত্রেও সফল হোন কি না।
×