ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খ্রীস্টান কলোনিতে হত ৩ পাকিস্তানে আদালত ভবনে আত্মঘাতী হামলায় নিহত ১২

প্রকাশিত: ০৩:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

খ্রীস্টান কলোনিতে হত ৩ পাকিস্তানে আদালত ভবনে আত্মঘাতী হামলায় নিহত ১২

পাকিস্তানের মর্দান জেলায় এক আদালতের ফটকে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। পেশোয়ারে খ্রীস্টান কলোনিতে জঙ্গী হামলার কয়েক ঘণ্টার মাথায় শুক্রবার সকালে মর্দানে আদালত ভবনের বাইরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজী দৈনিক ডনের খবরে বলা হয়, হামলাকারী আদালতের ফটকের কাছে একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এতে তার শরীরে থাকা সুইসাইড ভেস্টও বিস্ফোরিত হয়। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন নিহত হন। আরও অন্তত ৫২ জন এ হামলায় আহত হয়েছেন। তবে কোন জঙ্গী দল তাৎক্ষণিকভাবে ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। এ ঘটনার কয়েক ঘণ্টা আগে খাইবার পাখতুন প্রদেশের রাজধানী পেশোয়ারে খ্রীস্টান কলোনিতে আত্মঘাতী জঙ্গী হামলায় তিন ব্যক্তি নিহত হয়। নিরাপত্তা সূত্র জানায়, শুক্রবার সকালে পেশোয়ারের খ্রীস্টান কলোনিতে ঐ হামলায় কমপক্ষে একজন বেসামরিক লোক এবং দুজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানের সেনাবাহিনী ২০১৪ সালের জুনে ওই প্রদেশে জঙ্গীবিরোধী অভিযান শুরুর পর সাড়ে তিন হাজার জঙ্গী নিহত হয়েছে; অন্যদিকে প্রাণ গেছে ২৮০০ সেনা সদস্যের।
×