ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রশান্ত মহাসাগরের জীববৈচিত্র্যসমৃদ্ধ প্রবাল দ্বীপে ওবামা

প্রকাশিত: ০৩:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

প্রশান্ত মহাসাগরের জীববৈচিত্র্যসমৃদ্ধ প্রবাল দ্বীপে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলে সবচেয়ে প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি প্রবাল প্রাচীর মিডওয়ে এ্যাটল পরিদর্শন করেন। সমুদ্রের নীল জলের দিকে তাকিয়ে ওবামা জীববৈচিত্র্যসমৃদ্ধ এই প্রাকৃতিক প্রবাল প্রাচীরে শত শত আলবাট্রস ও বিরল সামুদ্রিক পাখির ওড়াওড়ি দেখেন। এশিয়া ও উত্তর আমেরিকার মাঝামাঝি নৈসর্গিক সৌন্দর্য্যম-িত এই এলাকা সফরে গিয়ে ওবামার চোখ জুড়িয়ে যায়। মিডওয়ে এ্যাটলে দ্বীপে মার্কিন প্রেসিডেন্ট অনানুষ্ঠানিক সফর করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিম-িত গল্ফ কার্টে একটি জরাজীর্ণ ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে দাঁড়িয়ে ওবামা এ্যাটল ও এর আশপাশের এলাকা রক্ষা করার কথা বলেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই প্রবাল প্রাচীরটির টিকে থাকা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ওবামা দ্বীপের রোদ তার শরীরে লাগাতে শার্টটি গুটিয়ে রেখে বলেন, আমি প্রতীক্ষায় রয়েছি এখন থেকে আগামী ২০, ৪০ ও এক শ’ বছর পরও এই এলাকাটি জনবিরল থাকবে। হারিয়ে না যায় এখানকার জীববৈচিত্র্য। মিডওয়ে এলাকাটিতে কিছু আমেরিকান বেড়াতে আসে। যারা কালো পায়ের আলবাট্রস ও স্নাইপার ডলফিন দেখতে আসে। এ্যাটল এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যার অধিকাংশ এলাকায় মানুষের কোন পদচিহ্ন পড়েনি। এরই একটি অংশে প্রেসিডেন্ট বাস্তব জীবনের অত্যাবশ্যকীয় হিসেবে আলোচনার আহ্বান জানিয়েছেন। ওবামা মিডওয়ে এ্যাটলকে পবিত্রভূমি হিসেবে আখ্যায়িত করেন। যার একটি উন্মুক্ত এলাকা ন্যাটিভ হাওয়াইয়ান ঐতিহ্য ধারণ করে আছে। এজন্য ওবামার নীতি হচ্ছে একে তৈরি করতে যুক্তি তুলে ধরা। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে ধ্বংস হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরের সম্প্রদায়কে কিভাবে প্রভাবিত করছে তা নিয়ে নিরীক্ষা করা। সফরের আগে ওবামা গত সপ্তাহের শেষে মিডওয়ে দ্বীপ ঘিরে রাখা পাপাহানামোকোয়াকি মেরিন ন্যাশনাল মনুমেন্টের চারটি ধাপে সম্প্রসারণের কথা জানান। যাতে অভয়ারণ্যটির আয়তন আগের তুলনায় বেড়ে পাঁচ লাখ ৮২ হাজার ৫৭৮বর্গমাইল হয়। এখানে ৭ হাজার প্রজাতির ব্ল্যাক কোরাল বাস করে। - ইয়াহু নিউজ
×