ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেলানিয়াকে যৌনকর্মী বলায় ডেইলি মেইল ও মার্কিন ব্লগারের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রকাশিত: ০৩:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

মেলানিয়াকে যৌনকর্মী  বলায় ডেইলি মেইল ও মার্কিন ব্লগারের  বিরুদ্ধে মামলা হচ্ছে

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে যৌনকর্মী বলার অভিযোগে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল এবং যুক্তরাষ্ট্রের একজন ব্লগারের বিরুদ্ধে ১৫ কোটি মার্কিন ডলারের মানহানির মামলা করছেন তিনি। ১৯৯০ এর দশকে তিনি যৌনকর্মী ছিলেন বলে লেখা প্রকাশ করেছিল মেইল এবং ওই ব্লগার। বিষয়টি জানিয়েছেন মেলানিয়ার আইনজীবী। খবর বিবিসির। ডেইলি মেইল জানিয়েছিল, নিউইয়র্কে মেলানিয়া খ-কালীন হিসেবে কাজ করতেন এবং তখনই তার সঙ্গে সাক্ষাত হয় ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী তিনি। মেলানিয়ার আইনজীবী চার্লস হার্ডার এই অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে হার্ডার বলেন, এই বিবাদীরা মেলানিয়ার সম্পর্কে বেশ কিছু বিবৃতি দিয়েছেন। যা শতভাগ মিথ্যা এবং এটি ব্যাপকভাবে তার (মেলানিয়া) ব্যক্তিগত ও পেশার সুনাম ক্ষুণœ করেছে। হার্ডার আরও বলেন, মেলানিয়ার প্রতি বিবাদীদের কার্যক্রম খুবই বাজে, বিদ্বেষপূর্ণ এবং ক্ষতিকর। এতে তার আনুমানিক ১৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ৪৬ বছর বয়সী মেলানিয়ার জন্ম সেøাভেনিয়ায়। ১৯৯০ সালে মডেল হিসেবে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি।
×