ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় সরকারের বিরুদ্ধে লাখ লাখ লোকের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৮, ৩ সেপ্টেম্বর ২০১৬

ভেনিজুয়েলায় সরকারের  বিরুদ্ধে লাখ লাখ লোকের বিক্ষোভ

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বৃহস্পতিবার বিরোধী দলের লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে। বিরোধীরা দেশটির বিরাজমান সঙ্কট এবং গণভোট পেছানোর চেষ্টার জন্য সরকারকে দায়ী করেছে। এ গণভোট মাদুরোর ক্ষমতার মেয়াদকাল কমিয়ে দিতে পারে। এজন্য বিরোধী দলের সমর্থকরা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপসারণের জন্য বিক্ষোভ করছে। গত দুই বছরে মধ্যে এটিই সবচেয়ে বড় সমাবেশ। খবর বিবিসির। মাদুরোর বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টায় বিরোধী দলকে অভিযুক্ত করে তার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে। সরকার বলেছে, বিরোধী দল তাদের বিক্ষোভ সমাবেশে দশ লাখ মানুষ আশা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষ এ সমাবেশকে ‘কারাকাস দখলের’ চেষ্টা বলে আখ্যায়িত করেছে। মধ্য কারাকাসে এক সমাবেশে মাদুরো বলেছেন, জাতি বিজয় অর্জন করেছে। তারা চেয়েছিল মানুষকে ভয় দেখাতে। কিন্তু জনগণ বিরোধীদের অভ্যুত্থান চেষ্টা বানচাল করেছে। তিনি বলেন, আমরা একটি অভ্যুত্থানের প্রচেষ্টাকে পরাজিত করেছি, যা ভেনিজুয়েলা ও কারাকাসকে সহিংসতা ও রক্ত দিয়ে ভরে দিত। কিন্তু বিরোধী দলের নেতারা বলেন, তাদের বিক্ষোভে দশ লাখ মানুষ জড়ো হয়েছিল। বিরোধী দলের রাজনীতিবিদ জেসাস তোরিয়েরবা বলেন, আমরা ভেনিজুয়েলার গুরুত্ব এবং কতটুকু এর পরিবর্তন চায়, তা বিশ্বকে দেখিয়েছি। সাদা পরিহিত পোশাকে তারা সেøাগান দেন ‘আমরা ক্ষমতা থেকে মাদুরোকে উৎখাত করব।’ বিক্ষোভকারীরা বলছেন, ভেনিজুয়েলার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নীতি তাদের জানা আছে।
×