ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে পাচারকালে ভোলায় ১৬ নারী-পুরুষ ও শিশু উদ্ধার

প্রকাশিত: ০৮:৫০, ২ সেপ্টেম্বর ২০১৬

ভারতে পাচারকালে ভোলায় ১৬ নারী-পুরুষ ও শিশু উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ সেপ্টেম্বর ॥ ভারতে পাচারকালে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের শিশু-নারীসহ ১৬ জনকে বৃহস্পতিবার রাতে ভোলার তজুমদ্দিন উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিতাই দেবনাথ নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানা পুলিশ পূর্ব চাঁদপুর গ্রামে নিতাই দেবনাথের বাড়িতে অভিযান চালায়। এ সময় কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলের ১৬ জনকে উদ্ধার করে। এদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছে। তারা হচ্ছেন ফাল্গুনী জলদাস (৩০), তার স্বামী তপন জলদাস, মেয়ে শিরা (১৮), ছেলে রিপন (১৩) ও শিপন (১০)। এছাড়াও ফাল্গুনীর বাবা রাখাল জলদাস ছাড়াও হেমন্ত জলদাস, তার স্ত্রী দুলি রানী, তাদের শিশু সন্তান ঋষিমান। সবার বাড়ি কুতুবদিয়ায়। এছাড়াও রয়েছে চট্টগ্রামের আমিরাবাদের মিলু দাস, টেকনাফের যুদ্ধদাস, চকরিয়ার শিপন দাস, অধীন দাস, হদ্দবিন্দু, রতন দাস ও রাহুল দাস। উদ্ধারকৃতরা জানান, তাদের কেউ ভারতে আত্মীয়ের বাড়ি যাবেন। আবার কারোর ভারতে মাছ শিকারে যাওয়ার কথা ছিল। আটককৃত পাচারকারী নিতাই দাস জানান, বেনাপলের বর্ডারে পেঁৗঁছে দেয়ার জন্য জনপ্রতি ৪ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু বর্ডার এলাকার পরিস্থিতি খারাপ থাকায় তারা গত ১৬ দিন নিতাইয়ের বাড়িতে অবস্থান করছিল।
×