ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ২২ বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশিত: ০৮:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৬

সোনারগাঁয়ে  ২২ বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ সেপ্টেম্বর ॥ সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দৌলরদী পল্লবের কান্দা গ্রাম থেকে লাল স্কচটেপ পেঁচানো বোমাসদৃশ ২২ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মনির হোসেন সেলিমের পরিত্যক্ত ঘর থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক সেলিম জানান, তার পরিত্যক্ত বাড়ির একটি ঘরের বারান্দা পরিষ্কার করতে গিয়ে তার মা সেতেরা বেগম একটি বাজারের ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে দেখেন লাল রঙের স্কচটেপ পেঁচানো ২২ বোমাসদৃশ বস্তু রয়েছে। সোনারগাঁ থানা পুলিশ বস্তুগুলো উদ্ধার করে। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, বোমাসদৃশ ২২ বস্তু লাল স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল। তবে এগুলো বোমা নয়। এগুলোর ভেতরে বালু ও ইটের গুঁড়া পাওয়া গেছে।
×