ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী সাজ্জাদকে অবশেষে জেলে প্রেরণ

প্রকাশিত: ০৮:৪৬, ২ সেপ্টেম্বর ২০১৬

সন্ত্রাসী সাজ্জাদকে অবশেষে জেলে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে কারাগারেই যেতে হলো তিন বছর কারাদণ্ড প্রাপ্ত জিএম হায়দার সাজ্জাদ নামে এক সন্ত্রাসীকে। সম্প্রতি ঢাকার ২৬নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোঃ মোস্তাফিজুর রহমান তাকে জেলহাজতে প্রেরণ করেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ মে গুলশানের জাতীয় শূটিং কমপ্লেক্সের সামনে আবু সাদেক নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত করেন এই জিএম হায়দার। পরে পুলিশ এসে আহত আবু সাদেক নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বাদী আবু সাদেক গুলশান থানায় জিএম হায়দারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই বছরের ৩ ডিসেম্বর মামলাটিতে চার্জশীট দাখিল করে পুলিশ। এ মামলায় গত বছর ২ সেপ্টেম্বর ঢাকার ২৬নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তৎকালীন বিচারক মেহের নিগার সূচনা আসামি জিএম হায়দার সজ্জাদকে দোষী সাব্যস্ত করে তিন বছরের বিনাশ্রম কারাদ- দেন।
×