ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের উত্থান জাতীয় সঙ্কট ॥ বি. চৌধুরী

প্রকাশিত: ০৮:৩১, ২ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গীবাদের উত্থান জাতীয় সঙ্কট ॥ বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দেশে জঙ্গীবাদী উত্থানকে জাতীয় সঙ্কট বলে উল্লেখ করেছেন এবং সঙ্কট উত্তরণে জনসাধারণকে সঙ্গে নিয়ে একটি কৌশল উদ্ভাবনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বি. চৌধুরী বলেন, দেশে এই জঙ্গীবাদী উত্থানকে সরকার ‘নব্য জেএমবি’ বলে উল্লেখ করেছে। তার ফলে দেশে অশান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেক মানুষের প্রাণ চলে গেছে। তিনি বলেন, জঙ্গীদের মধ্যে দুটি শ্রেণীর একটি স্বদেশে এবং অথবা বিদেশে প্রশিক্ষিত ও প্রণোদিত হয়েছে। দেশে একটি উগ্র নেতৃত্ব সৃষ্টির চেষ্টা করছে। এরা সন্ত্রাস ও রক্তপাত করেছে। ভবিষ্যতে আরও রক্তপাত হওয়ার হুমকিও রয়েছে। দেশের মানুষ এবং আমাদের অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগীগণ ভীতি এবং শঙ্কার মধ্যে দিন যাপন করছেন। সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, জঙ্গীদের উগ্র নেতৃত্বের তত্ত্বাবধানে শিক্ষিত এবং সমাজের উচ্চ ও মধ্যবিত্ত তরুণদের একটি অংশকে বিভ্রান্ত এবং ‘ব্রেন ওয়াশ’ করা হয়েছে। ফলে তরুণদের একটি অংশ মন্ত্রমুগ্ধের মতো উগ্রবাদী নেতৃত্বের আদেশ মেনে চলছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যের প্রস্তাব পাননি বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, আমার কাছে কোন প্রস্তাব আসেনি। এমনকি আমার মহাসচিবের কাছেও প্রস্তাব আসেনি। তবে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে জাতীয় স্বার্থে সেই ডাকে সাড়া দেয়া হবে বলে জানিয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান।
×