ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

’১৮ সালের মধ্যে ৪৬৫ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হবে

প্রকাশিত: ০৮:০১, ২ সেপ্টেম্বর ২০১৬

’১৮ সালের মধ্যে ৪৬৫ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হবে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালের মধ্যে ৪৬৫ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত করা হবে। পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজারদের (ডিজিএম) সম্মেলনে আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এই ঘোষণা দিয়েছেন। বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইতোমধ্যে এক কোটি ৫৮ লাখ গ্রাহককে বিদ্যুত দিয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের সাত বছরে ৮৪ লাখ গ্রাহককে বিদ্যুত দেয়া হয়েছে। সম্মেলনে আরইবির বোর্ড সদস্য, উর্ধতন কর্মকর্তা ছাড়াও বেশ কজন সিনিয়র জেনারেল ম্যানেজার উপস্থিত ছিলেন। আরইবি চেয়ারম্যান বলেন, ২০২১ সালের মধ্যে নির্ভরযোগ্য, মানসম্মত, নিরাপদ ও যৌক্তিক মূল্যে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি লোড ব্যবস্থাপনা, দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি, বিদ্যুত বিভ্রাট হ্রাস করতে নির্দেশ দেন। সমতার ভিত্তিতে বিদ্যুত বিতরণ, উন্নত গ্রাহক সেবার ওপর গুরুত্বারোপ করে চেয়ারম্যান বলেন, নবায়নযোগ্য জ্বালানি কেন্দ্র স্থাপন, ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি রোধে ই-জিপি প্রক্রিয়া অনুসরণ, প্রকল্প সংখ্যা বৃদ্ধি, বিতরণ লাইন আধুনিকায়ন ও নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়ার নির্দেশ দেন। মঈন বলেন, ইতোমধ্যে ৬ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এছাড়া শতভাগ উপজেলা বিদ্যুতায়ন উপলক্ষে প্রণীত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর’১৬-এর মধ্যে ৭ উপজেলা, ডিসেম্বরের মধ্যে ২২ মার্চ’ ১৭-এর মধ্যে ২০ এবং জুনের মধ্যে ৭০ অর্থাৎ আগামী জুন’১৭-এর মধ্যে ১১৯ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। এভাবে ২০১৮ সালের মধ্যে দেশের ৪৬৫ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে।
×