ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাপড়ের দাগ নিমেষে উধাও

বিচিত্র তথ্য ॥ কোকাকোলার অজানা ব্যবহার

প্রকাশিত: ০৬:৫১, ২ সেপ্টেম্বর ২০১৬

বিচিত্র তথ্য ॥ কোকাকোলার অজানা ব্যবহার

কাপড়ের দাগ দূর করতে পারে কোকাকোলা। রক্ত বা তেলের দাগ হলে অল্প কিছুক্ষণ কোকাকোলা দিয়ে কাপড়টা ভিজিয়ে রাখার পর ভালভাবে ধুয়ে নিলেই দাগ চলে যাবে। তবে সাদা বা হাল্কা রঙের কাপড়ে কোকাকোলা ব্যবহার না করাই ভাল। কেননা, কোকোকোলার নিজস্ব রং-ও আছে এবং সেই রং কাপড়ের প্রকৃত রংকে কিছুটা বদলে দিতে পারে। রান্নায় ব্যবহার হ্যাঁ, রান্নাতেও কোকাকোলা ব্যবহার করা যায়। বিশেষ করে সয়া সস জাতীয় কিছু ব্যবহার করতে হয় এমন খাবারে সসের পরিবর্তে কোকাকোলা দিয়ে রান্না করলে খেতে ভালই লাগে। পোকামাকড় দূরে রাখতে... বাইরে খাবারের গন্ধ পেলেই মাছি এসে ভন ভন করতে শুরু করে। খাবারে মাছি বসলে সেই খাবার খেতে কার ভাল লাগে! হাতের কাছে কোকাকোলা থাকলে এমন সমস্যায় পড়তে হবে না। একটা কাপে কোকাকোলা নিয়ে কাপটা একটু দূরে রেখে দিন, দেখবেন রান্না করা খাবার ছেড়ে সব মাছি ওই কোকাকোলার কাপে গিয়ে বসছে। গাড়ির কাচ ঝকঝকে করে গাড়ির কাচ ময়লা হলে এক টুকরো কাপড় কোকাকোলায় ভিজিয়ে সেই কাপড় দিয়ে কাচটা মুছে ফেলুন। কাচ পরিষ্কার হয়ে যাবে। মরচেও তুলতে পারে লোহার মরচেও তুলতে পারে কোকাকোলা। মরচে ধরা জায়গাটা কোকাকোলায় কিছুক্ষণ ভিজিয়ে রেখে এ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সেই জায়গাটা ভাল করে ঘষে দেখুন মরচে আর থাকে কিনা। ঘরের মেঝে পরিষ্কার করে তেল পড়লে ঘরের মেঝে ভীষণ নোংরা দেখায়। বিশেষ করে গাড়ির গ্যারেজে তো প্রায়ই তেল পড়ে, পরিষ্কার করতে গিয়ে গলদঘর্মও হতে হয়। এমন হলে মেঝেতে কোকাকোলা ঢেলে কয়েক ঘণ্টা রেখে দিন। তারপর ভালভাবে ধুয়ে ফেলুন। ঘরের টাইলস পরিষ্কার করাতেও কোকাকোলার জুড়ি মেলা ভার। চুল রং করা পানিতে ভিজানো চুলে কোকাকোলা ঢেলে কিছুক্ষণ বসে থাকুন। তারপর আয়নায় দেখুন, কোকাকোলার সোডা চুলে কেমন লাল ধরনের একটা আভা এনেছে। তবে কোকাকোলার রং স্বাভাবিকভাবেই পাকা হয় না, সাবানে একটু ধুয়ে নিলেই সে রং চলে যায়। টয়লেট পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করার কাজেও কোকাকোলা দারুণ। কমোডে কোকাকোলা ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ব্রাশ দিয়ে ঘষে দেখুন হারপিকের চেয়ে কোকাকোলা কম কিসে! গাছের উপকারে গাছের ফলন বৃদ্ধিতেও সহায়তা করে কোকাকোলা। দেখা গেছে, এক ধরনের ফুল গাছের গোড়ায় মাঝে মাঝে কোকাকোলা ঢেলে দিলে সেই গাছে আরও বেশি ফুল হয়। থালাবাসন ধোয়ায় রান্নাঘরে থালাবাসন পরিষ্কার করতে গিয়ে দেখলেন সাবান নেই। কী করবেন তখন? ঘরে কোকাকোলা থাকলে তা দিয়ে ভিজিয়েই ধুয়ে ফেলতে পারেন সব থালাবাসন। কড়াই বা হাঁড়িতে অনেক তেল-চর্বি জমেছে? কোকাকোলা ঢেলে কিছুক্ষণ গরম করুন, তারপর ঘষে ঘষে ধুয়ে নিন, দেখবেন কড়াই বা হাঁড়িটা কেমন চকচক করছে! তবে ক্ষতিও অনেক ভুলবেন না গরমে কোকাকোলা যত ভালই লাগুক, ঘরে যত রকম কাজেই ব্যবহার করা যাক না কেন, কোকাকোলা কিন্তু শরীরে ক্ষতিও করে। কোকাকোলা বেশি পান করলে ডায়াবেটিস হতে পারে। এছাড়া চোখের সমস্যা, দাঁতের সমস্যা, মাথা ঘোরা, স্মৃতিশক্তি লোপ পাওয়া- এ সবও হতে পারে কোকাকোলার কারণে। সূত্র : ডয়েচে ভেলে
×