ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৪৬, ২ সেপ্টেম্বর ২০১৬

নতুন গবেষণা

মোবাইল সোলার পাওয়ার আশপাশে বিদ্যুত না থাকলেও ক্ষতি নেই, সৌরবিদ্যুত কাজে লাগিয়ে একসঙ্গে ৮০টি মোবাইল ফোন চার্জ দিতে পারে ‘সোলার পাওয়ার মোবাইল কিয়স্ক’। বিদ্যুত সেবায় অনগ্রসর আফ্রিকার রুয়ান্ডায় দেখা মিলবে এ ধরণের সোলার পাওয়ার মোবাইলের। তৈরি করেছে দেশটির যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ হেনরি নায়াকুরুন্ডি। প্রজেক্টর দেখাবে রোবট প্রিয়জনের মতোই কণ্ঠস্বর শনাক্ত করে ব্যবহারকারীদের প্রয়োজনমতো ব্যায়াম বা পিয়ানো বাজানোর প্রশিক্ষণ দিতে পারে ‘এইডো’। চাইলে এসব ভিডিও দেয়ালে প্রজেক্টরের মাধ্যমে দেখাতেও পারে রোবটটি।
×