ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুদে বিজ্ঞানীদের মিলনমেলা

প্রকাশিত: ০৬:৪৫, ২ সেপ্টেম্বর ২০১৬

খুদে বিজ্ঞানীদের মিলনমেলা

ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। এতে ২৭ জেলার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক খুদে বিজ্ঞানী অংশ নেয়। ডিসেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ত্রয়োদশ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ দলের সদস্য নির্বাচনের লক্ষ্যে যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। দুটি বিভাগে আয়োজিত এই অলিম্পিয়াডে প্রাথমিকভাবে ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। আয়োজকরা জানিয়েছেন, বিজয়ী শিক্ষার্থীরা আগামী ৪-৬ সেপ্টেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠেয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স ক্যাম্পে অংশ নেয়ার সুযোগ পাবে। এরপর বিভিন্ন আয়োজনের মাধ্যমে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলের ছয় সদস্য নির্বাচন করা হবে। অলিম্পিয়াডে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং এসপিএসবির সহ-সভাপতি মুনির হাসান। উল্লেখ্য, ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত দ্বাদশ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিয়ে ব্রোঞ্জপদক অর্জন করে।
×