ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুবায়ের বারী

পক্ষাঘাতগ্রস্তরাও চলাফেরা করবে

প্রকাশিত: ০৬:৪৫, ২ সেপ্টেম্বর ২০১৬

পক্ষাঘাতগ্রস্তরাও চলাফেরা করবে

পক্ষাঘাতে যাদের অঙ্গপ্রত্যঙ্গ পুরোপুরি অবশ হয়ে গেছে, তাদের জন্য নতুন আশার খবর শোনাচ্ছেন ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। এই রোগীদের আসলে রোবোটিক লিম্ব বা কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ জুড়ে এক বছর ধরে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ব্রেনকে ওই অঙ্গগুলো চালনার জন্য যাতে মানিয়ে নিতে পারেন সে জন্য ভার্চুয়াল রিয়ালিটি ও কৃত্রিম স্পর্শের অনুভূতির সাহায্যে নেয়া হয়েছে। স্পাইনাল কর্ড বা মেরুদ-ে আঘাত পেয়ে যারা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত, এমন আটজন ব্যক্তির দেহে আংশিক চলাফেরা করার ক্ষমতা ও অনুভূতি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে ওই বিজ্ঞানীরা দাবি করছেন। কিন্তু সেই ট্রেনিংয়ের শেষে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করেছেন- রোগীরা শুধু তাদের কৃত্রিম অঙ্গগুলো নিয়ন্ত্রণ করতেই শেখেননি- তাদের ব্রেনের কিছুটা অংশও যেন নতুন করে লেখা হয়েছে, যার ফলে তারা তাদের দেহে কিছুটা ঐচ্ছিক নিয়ন্ত্রণ ও স্পর্শানুভূতি ফিরে পেয়েছেন। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ডিউক ইউনিভার্সিটির নিউরোসায়েন্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মিগুয়েল নিকোলেলিস। প্রফেসর নিকোলেলিস বলছেন, এই রোগীদের সবাইকে কিন্তু পুরোপুরি প্যারাপ্লেজিক বলে ডায়াগনোস করা হয়েছে। অর্থাৎ কোমড়ের নিচ থেকে তাদের দেহের বাকি অংশটা ছিল পক্ষাঘাতগ্রস্ত, তা নাড়ানোর কোন ক্ষমতাই ছিল না তাদের। সম্ভবত তা এ্যানাটমির দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এখন বোঝা যাচ্ছে তাদের মূল ক্ষত বা আঘাতটা কিন্তু মেরুদ-ের সব ফাইবারকে ধ্বংস করে ফেলতে পারেনি। কিছু কিছু ফাইবার নিশ্চয় রক্ষা পেয়ে গিয়েছিল আর তারপর চুপচাপ বসে ছিল টানা বেশ কয়েক বছর। তারপর আমরা যে প্রশিক্ষণ দিই, তাতে নিশ্চয় কর্টেক্সের একটা প্লাস্টিক রিঅর্গানাইজেশন আমরা ট্রিগার করতে পেরেছি। দুবছর আগে ব্রাজিলে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রতীকী কিক অফ করেছিলেন একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি জুলিয়ানো পিন্টো- তার রোবোটিক স্যুটের সাহায্যে বলটাকে সামান্য ঠেলে দিয়ে। এই ধরনের পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সেরে ওঠার সম্ভাবনা একটা সময় শূন্য বলেই ধরা হতো। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলিয়ান বিজ্ঞানীদের সাম্প্রতিক এই পরীক্ষা নতুন করে আশা জাগাচ্ছে- পক্ষাঘাতে যাদের পা বা কোমর সম্পূর্ণ অবশ হয়ে গেছে তারাও হয়ত একদিন চলাফেরার ক্ষমতা ফিরে পেতে পারেন। সূত্র : বিবিসি, সায়েন্স ডেইলি
×