ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ ॥ ঈদে আড়ংয়ের আয়োজন

প্রকাশিত: ০৬:২৯, ২ সেপ্টেম্বর ২০১৬

ফ্যাশন সংবাদ ॥ ঈদে আড়ংয়ের আয়োজন

শুরু হয়েছে ঈদের আমেজ। ঈদ মানেই নতুন পোশাক। বাঙালীর ফ্যাশনের চাহিদা মেটাতে গিয়ে গত এক দশকে বেশ কিছু দেশী পোশাক প্রতিষ্ঠান জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। দেশের বাইরেও ছড়িয়েছে তাদের সুনাম। প্রতিবারের মতো এবারও ঈদে দেশী পোশাক প্রস্তুতকারকরা একে অন্যের সঙ্গে ক্রেতাদের নজর কাড়তে প্রতিযোগিতা করছে। আড়ংয়ের উত্তরা ফ্লাগশিপ আউটলেটে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ-উল-আযহা ২০১৬-এর পোশাক এবং আনুষঙ্গিক পণ্যের প্রদর্শনী। ঈদ উপলক্ষে আড়ংয়ের পোশাকের কাপড় ও নক্সা এবার কিছুটা বদলেছে। সালোয়ার কামিজে ব্যবহার করা হয়েছে গয়নার নক্সা। শরৎ চলছে, তাই পোশাকের রঙে এবং ডিজাইনে আনা হয়েছে ভিন্নতা। হাল্কা রঙের শাড়িতে আধুনিক, বিমূর্ত ও জ্যামিতিক নক্সা করা হয়েছে। ছেলেদের পাঞ্জাবিতে নতুন সংযোজন হয়েছে কার্টুন। এ ছাড়া পোশাকের পাশাপাশি তাদের গয়নাতেও এসেছে বৈচিত্র্য। প্রতিবারের চেয়ে ডিজাইনে এবার বেশি প্রাধান্য পেয়েছে হরেক রকম সিল্ক এবং সুতার কাজ ও এ্যাম্ব্র্রয়ডারি। এসব পোশাকের ডিজাইনে যেমন ছিল বিভিন্ন হাল্কা ও গাঢ় রঙের মিশেল, তেমনি ছিল বিভিন্ন স্নিগ্ধ প্যাস্টেল শেডের ছোঁয়া। এছাড়া ছেলে শিশুদের শেরওয়ানি স্টাইলের পাঞ্জাবি ও মেয়ে শিশুদের লেয়ার কামিজ এবারের ঈদের অন্যতম আকর্ষণ থাকবে। পোশাকের পাশাপাশি আরও এসেছে বিভিন্ন ধরনের গয়না, লেদার হ্যান্ডব্যাগ, নক্সা করা ক্লাচ ব্যাগ ও কোলাপুরি পার্স। ফ্যাশন ডেস্ক
×