ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা ২০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের ১৭টিই জাপান ও দক্ষিণ কোরিয়ার

প্রকাশিত: ০৬:০৩, ২ সেপ্টেম্বর ২০১৬

সেরা ২০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের ১৭টিই জাপান ও দক্ষিণ কোরিয়ার

বিশাল জনগোষ্ঠী আর অর্থনীতির ব্যাপকতায় এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও চীন এগিয়ে থাকলেও উচ্চশিক্ষা পর্যায়ে উদ্ভাবনী চর্চায় জাপান, দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেক পিছিয়ে। খবর ওয়েবসাইটের। সম্প্রতি রয়টার্স এশিয়ার সেরা উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা করেছে, যার শীর্ষ দশটিই জাপান ও কোরিয়ার। আর প্রথম ২০টি বিশ্ববিদ্যালয়ের ১৭টি উত্তর-পূর্ব এশিয়ার এই দু’টি দেশের। বিজ্ঞানের নানা শাখায় উন্নতি, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও বিশ্ব অর্থনীতি পরিচালনায় নতুন ধারণা নিয়ে কাজ করছে- এশিয়ার এমন বিশ্ববিদ্যালয়গুলো নিয়েই এই তালিকা। এশিয়ার সবগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম নিরীক্ষা করে নয়টি দেশের ৭৫টিকে ‘সেরা উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তালিকায় চীনের ২২টি বিশ্ববিদ্যালয় থাকলেও মান বিচারে সেগুলো জাপান ও দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার ২০টি করে, অস্ট্রেলিয়ার ছয়টি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের দুটি এবং নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার এ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স এ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)। মৌলিক ও প্রভাবশালী গবেষণার জন্য ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে স্থাপিত হয় এ বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান কেএআইএসটির গবেষণাপত্রের ‘পেটেন্ট’কে গুরুত্ব দেয়। পেটেন্ট হচ্ছে যে কোন উদ্ভাবনের মালিকানা ঠিক করার প্রক্রিয়া- যার মাধ্যমে সরকার কিংবা অনুমোদিত কর্তৃপক্ষ ওই উদ্ভাবনের আবিষ্কারক, কারা এটি ব্যবহার করতে পারবে, বিক্রি করা যাবে কিনা, কারা কিনতে পারবে- তা নির্ধারণ করে। তালিকায় থাকা উত্তর-পূর্ব এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকরা তাদের উদ্ভাবনের ‘পেটেন্টে’র জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন। অর্থাৎ এ বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক গবেষণার চর্চা এশিয়ার অন্য অঞ্চলের চেয়ে অনেক বেশি। আলঝেইমার্স রোধে নতুন ওষুধ আবিষ্কার আলঝেইমার্স রোগ প্রতিরোধ করার প্রথম ওষুধ আবিষ্কার করার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা প্রমাণ করতে পেরেছেন যে, এই ওষুধ দিয়ে তারা মস্তিষ্ক থেকে আঠালো পদার্থ পরিষ্কার করতে পারেন। এ পদার্থ স্মৃতিভ্রষ্ট এবং মানসিক শক্তি কমানোর জন্য দায়ী। খবর টেলিগ্রাফের। এই আবিষ্কারকে স্মৃতিভ্রষ্টতা নিয়ে ২৫ বছর ধরে চলা গবেষণায় সবচেয়ে ভাল খবর বলে স্বাগত জানানো হয়েছে। এটি আলঝেইমার্সে আক্রান্তদের জীবন বদলে দিতে পারে। ৩ বছর অপেক্ষার পর তিন বছর পর মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হওয়ার স্বপ্ন পূরণ হলো ক্যারিস টিভালের। তিনি ২০১৩ সালে প্রতিযোগিতায় নেমে প্রাথমিক পর্যায় থেকেই বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। ২৩ বছর বয়সী পার্থের মেয়ে পেশায় একজন মডেল। পার্থ থেকে ৩১ বছর পর এই প্রথম কেউ মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হলেন। বিজয়ী হিসেবে টিভাল পাবেন নগদ ৩০ হাজার ডলার ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। -সিডনি মর্নিং হেরাল্ড পর্যটন উন্নয়নের উদ্যোগ পর্যটন শিল্প উন্নয়নের দিকে নজর দিয়েছে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার কর্তৃপক্ষ। এই উদ্দেশ্যে সিরিয়ার পর্যটন বোর্ড উপকূলীয় শহর তারতুসের আকর্ষণীয় সমুদ্র সৈকতগুলোর সৌন্দর্য তুলে ধরে ‘অলওয়েজ বিউটিফুল’ নামে একটি প্রামাণ্য ভিডিও তৈরি করেছে। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর আগ পর্যন্ত দেশটি প্রতিবছর ৮০ লাখ বিদেশী পর্যটক তা এখন চার-পাঁচ লাখে নেমে এসেছে। -স্কাই নিউজ
×