ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত ভেনিজুয়েলার

প্রকাশিত: ০৬:০২, ২ সেপ্টেম্বর ২০১৬

ব্রাজিলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত ভেনিজুয়েলার

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে বুধবার ভোটের মাধ্যমে অভিশংসন করার পর মিশেল তেমারকে প্রেসিডেন্ট পদে বসানো হয়েছে। তেমার রুসেফের একজন কট্টর বিরোধী হিসেবে পরিচিত। এর মধ্যে দিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে বামপন্থী ওয়ার্কার্স পার্টির ১৩ বছরের শাসনের অবসান ঘটল। খবর এএফপির। ৮১ জন সিনেটরের মধ্যে ৬১ জন রুসেফকে (৬৮) দোষী সাব্যস্ত করেছেন। প্রেসিডেন্ট পদ থেকে সরাতে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন ছিল। রুসেফকে অপসারণের তিন ঘণ্টা পর তেমার শপথ গ্রহণ করেন। তেমার রুসেফের মধ্য ডানপন্থী ভাইস প্রেসিডেন্ট এবং কোয়ালিশনের এক সময়কার গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন। রুসেফ অভিযোগ করেন, পার্লামেন্টারি ক্যুর মূল হোতা হচ্ছেন তেমার। এই ঘটনার প্রতিক্রিয়ায় বুধবার প্রতিবেশী ভেনিজুয়েলা ব্রাজিলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করে সেদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। এছাড়া রুসেফের সমর্থকরা বুধবার রাতে সাওপাওলো শহরের রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন ও ভাংচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তেমার সঙ্কট-জর্জরিত দেশটিতে ‘নতুন যুগের’ উদ্ভাবন ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ২০১৮ সাল পর্যন্ত রুসেফের বাকি মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে রুসেফের বিরুদ্ধে ইলেক্ট্রনিক ভোটে অভিশংসনের রায়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার পক্ষের অনেক সিনেটর। রুসেফের আইনজীবী হোসে এদুয়ার্দো কারদোজো বলেন, তিনি উচ্চ আদালতে অভিশংসনের বিরুদ্ধে আইনী লড়াই করবেন। তেমারের মধ্য ডানপন্থী পিএমডিবি পার্টির সিনেটর রোমেরো জুকা বলেন, রাজনীতি থেকে রুসেফকে নিষিদ্ধ করার আবেদন প্রত্যাশা করছেন। এদিকে, রুসেফকে অপসারণের পর তার প্রতিবেশী দেশ ভেনিজুয়েলা বুধবার ঘোষণা করেছে। দেশটি ব্রাজিলের সঙ্গে সম্পর্ক স্থগিত করছে এবং ব্রাজিল থেকে দেশটির রাষ্ট্রদূতকে সরিয়ে নিবে। রুসেফকে তার প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের নিন্দা জানিয়েছে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়।
×