ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশী গৃহবধূ খুন

প্রকাশিত: ০৬:০১, ২ সেপ্টেম্বর ২০১৬

এবার নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশী গৃহবধূ খুন

বিডিনিউজ ॥ ইমামসহ দুজনকে গুলি করে হত্যার এক মাস না পেরোতেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহওে এবার খুন হলেন এক বাংলাদেশী গৃহবধূ। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে (বাংলাদেশে বৃহস্পতিবার সকাল) নাজমা খানম ঝর্ণা (৬০) নামের এই বাংলাদেশী নারী খুন হন। তিনি কুইন্সের জ্যামাইকা হিল্স এলাকায় থাকতেন। তিনি ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ হামলার শিকার বলে স্বজনদের ধারণা। পুলিশ জানায়, ঘটনার সময় কাছেই ছিলেন নাজমার স্বামী সামসুল হক। স্ত্রীর চিৎকারে তিনি এগিয়ে আসার আগে হামলাকারীরা কেটে পড়ে। সঙ্গে সঙ্গে নাজমাকে জ্যামাইকা হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রাত ৯টার দিকে বাড়ির সামনেই নরম্যাল রোডে নাজমা দুর্বৃত্তের হামলার শিকার হন। তিন সন্তানের জননী নাজমার এক সন্তান নিউইয়র্কে থাকেন। অন্য দুই ছেলে-মেয়ে থাকেন বাংলাদেশে। শরীয়তপুরের নাজমা বাংলাদেশে অবস্থানকালে স্কুলে শিক্ষকতা করতেন। নাজমার বোনের ছেলে মোহাম্মদ কবির নিউইয়র্ক মুসলিম পুলিশ অফিসার এ্যাসোসিয়েশনের সদস্য। হিতে বিপরীত এটিকে দেখলে প্রথমে বসবাসের ঘর বলেই মনে করবে। কিন্তু আসলে তা নয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঢাকা সিটি কর্পোরেশন এই ঘরগুলো সরবরাহ করেছিল। কিন্তু কয়েক মাসেই এটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এগুলো এখন চলে গেছে ভাসমান মানুষের দখলে। রাজধানীতে অনেকেই এখন এসব ঘরে বসবাস করছে। বৃহস্পতিবার রাতে ঢাকার শাহবাগ থেকে ছবিগুলো তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। আজ থাইল্যান্ড রাউন্ড ফেয়ার এ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মির প্রতিযোগীরা যত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ততই তাদের হিরো হওয়ার নৈপুণ্য দেখাচ্ছে। এবার বাছাইকৃত সেরা সাত প্রতিযোগীকে নিয়ে পরবর্র্তী রাউন্ড হবে থাইল্যান্ডে। এখানে প্যারাসেলিং, এটিভি রাইড, সাগরতল দিয়ে হাঁটার মতো চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রতিযোগীরা অভিজ্ঞ রুশ মডেলদের সঙ্গে ফটোশ্যূটও করবে। রাউন্ডটি প্রচারিত হবে আজ রাত নয়টা ৩৫ মিনিটে। -বিজ্ঞপ্তি
×