ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি ফের ঘুরে দাঁড়াবে ॥ ফখরুল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০৫:৫৯, ২ সেপ্টেম্বর ২০১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি। এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানোর পর পর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি। এদিকে খালেদা জিয়া মাজারে যাওয়ার অনেক আগেই বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে গিয়ে জড়ো হন। খালেদা জিয়া মাজার প্রাঙ্গণে পৌঁছার পর তারা বিভিন্ন সেøাগান দিয়ে বিএনপি চেয়ারপার্সনকে স্বাগত জানান। খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৬টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের নেতাকর্মীরা। এছাড়াও মাজার প্রাঙ্গণে কোরানখানি, মোনাজাত ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর রাজধানীর বাইরে সারাদেশে মহানগর, জেলা, থানা, উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিটে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে। জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, রুহুল আলম চৌধুরী, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নুল আবদীন ফারুক, গাজী মাজহারুল আনোয়ার, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, দলের নেতা নুরী আরা সাফা, শিরিন সুলতানা, হাফেজ আবদুল মালেক, রফিকুল ইসলাম মাহতাব, সাইফুল আলম নিরব প্রমুখ। বিএনপি ঘুরে দাঁড়াবে-ফখরুল ॥ খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর আগেও বিএনপি নানামুখী বাধার সম্মুখীন হয়েছে।
×